বিজয় দিবসের দিনে এমদাদকে সৌদি আরবের মাটিতে দাফন।

লিখেছেন লিখেছেন মোবারক ১৯ ডিসেম্বর, ২০১৪, ১২:৩১:১২ রাত



আসসালামু আলাইকুম

বন্ধুরা কিছু দিন আগে লিখেছিলাম প্রবাসী এক ভাইর দুইটি কিডনিই নষ্ট হওয়া নিয়ে।

আজ আমি লিখতে বসছি মনোহরগঞ্জের মইসাতুয়া ইউনিয়ন ডুমরিয়া গ্রামের এর সৌদি প্রবাসী এমদাদুল হক (৪৮) কে নিয়ে।

মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন,ছেড়ে প্রবাসে আসি, প্রিয় মা আল্লাহ্‌র উপর ভরসা করে ছেলে কে বিদায় দেন।প্রবাসে আমাদের অভিবাবক আমাদের{কফিল} সেই কফিল যদি খারাপ হয়, কিসমত যে কতো খারাপ হয় তার এ বর্ণনা করবো।

এমদাদুল হক প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং স্ত্রী আর এক মাত্র কন্যাকে বিদায় জানিয়ে ৬ বছর আগে প্রবাসে পাড়ি জমায়। তখন ফ্রী ভিসায় কাজ করার সুবাধে রিয়াদ থেকে জেদ্দা চলে আসে, কিন্তু এমদাদুল এর কফিল ছিলো রিয়াদের।

বছর শেষে রিনিউ করার জন্য কফিল এর সাথে যোগাযোগ করে এমদাদুল হক তখন কফিল জানিয়ে দেয় এতো টাকা লাগবে।প্রবাসে থাকলে হলে তার কথায় রাজি না হয়ে উপায় নেই।

টাকা ইকমা কফিলের কাছে পাঠায় এমদাদ ,কিন্তু কফিল আজ না কাল এই করতে করতে শেষ পযর্ন্ত ইকামা না পাওয়ায় এমদাদুল অবৈধ হয়ে যায়।

সর্বশেষ সৌদি সরকার অবৈধদেরকে বৈধ করার যে সুযোগ দিয়েছিলো এমদাদ সে সুযোগ গ্রহণ করেনি। এমদাদের বন্ধু আব্দুস সালাম থেকে জানতে পারে বৈধ হতে এখন প্রায় ১০ /১৫ রিয়াল লাগবে। বয়সও হয়েছে এখন এতো টাকা খরচ করবো না। আর কিছু দিন পর ধরা দিয়ে চলে যাবো।

এক মাস আগে এমদাদুল দেশে যাওয়ার উদ্দেশে সৌদি পুলিশের হাতে ধরা দেন। ভাগ্যের কি নির্মম পরিহাস জেলে এমদাদুল অসুস্থ হয়ে পড়ে।

জেল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এমদাদুল । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একমাস তার কোন খোজ না পেয়ে এমদাদের আত্মীয় সৌদি প্রবাসী খোজ নিয়ে জানতে পারে এমদাদ মারা গেছে। যেহেতু এমদাদের কাগজ পত্র নাই, সেহেতু তাকে পাঠাতে গেলে খরচ এর ব্যাপার আছে। তাই আত্মীয়রাও সিদ্ধান্ত নেয় এই দেশে কবর দিয়ে দিবে।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে এমদাদুল কে সৌদি আরবের মাটিতে কবর দেয়া হয়। এমদাদের পরিবার তার এক প্রতিবন্ধি ভাই এবং স্ত্রী ও একটি মাত্র কন্যা সন্তান আছে। এমদাদের এই ভাবে চলে যাওয়াতে পরিবারে হতাশা নেমে আসে। আপনারাকেও যদি এই পরিবারকে সাহায্য করতে চান যোগাযোগ করতে পারেন তার বন্ধু আব্দুস সালামের সাথে। নাম্বার ০৫০৫৭৩৪৪৬৫।

এমদাদের মত এই রকম আরও অনেক এমদাদ চলে যাচ্ছে হয়তো আমাদের কাছে তাদের কোন খবর নেই। অনেকে বিনা অপরাধে জেল খাটছে। আগামী কিছু দিনের মধ্য লিখবো শাহিন / শামিম/ হাসানকে নিয়ে তারা তিন জন এ তিন মাস ধরে জেল খাটছে বিনা অপরাধে।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ শুভো কামনায় আজকের জন্য বিদায়।

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295662
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এ বিষয়ে লিখার জন্য। এভাবে হাজারো এমদাদ নিভৃতে না ফেরার দেশে চলে যাচ্ছে আমরা খবরই রাখিনা। আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩১
239318
মোবারক লিখেছেন : আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্ ধন্যবাদ।
296121
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:০৫
শাহীন কবির লিখেছেন : চমৎকার অনুভূতি জাগরণমূলক লেখার জন্যে ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হউন।
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩৫
239572
মোবারক লিখেছেন : এই মাত্র দেখা হলো বিখ্যাত এই ব্লগার ভাইর সাথে।পড়ার জন্য ধন্যবাদ বড় ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File