নিজের বিবেকের তাড়নায় এই লেখা

লিখেছেন লিখেছেন মোবারক ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৮:৪০ রাত

আমি ছোট মানুষ বেশী কিছু লেখার সামর্থ আমার নেই,যেহেতু আমি মুক্তিযুদ্ধ দেখেনি সেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে লিখবো না। প্রবাসে থাকার কারনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা বেশী থাকার কারণে বাংলাদেশের বেশীর ভাগ জাতীয় পত্রিকার প্রধান প্রধান নিউজ গুলো আমি অনলাইন এ পড়তাম। যুদ্ধাপরাধিদের বিচার শুরু হওয়ার পর থেকে নিয়মিত আমি আল্লামা সাঈদীকে নিয়ে করা সংবাদগুলো বেশী পড়তাম। সেই সুবাদে সাঈদীর বিরুদ্ধে যারা এ সাক্ষ্য দিতে আসতো তাদের নিউজ চাপা হতো ইনকিলাব, মানবজমিন সহ আরও অনেক পত্রিকায়। নিউজগুলো পড়তাম আর হাসতাম, সাক্ষীদের কারো বয়স ১২ ছিল ১৯৭১ সালে কেও মক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়েছে ২০০৯ সালে, কেও ছিল চোর আবার কেও ছিল টাকার বিনিময় এ সাক্ষী । পত্রিকার মাধ্যমে জেনেছি, মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর জিয়া উদ্দিন ( এখনো জীবিত ) তিনি বলেছে দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদীর এক বেক্তি নন। এই রকম সাক্ষীদের কথায় যদি একজন মানুষ কে ফাঁসি দেয়া হয়,আমার মত হাজার ও মানুষ এই রায় কে মেনে নিবে না বলে আমার ধারণা। আমার এই লেখার কোন দাম নেই সেটা জানি কারণ আমি কোন বুদ্ধিজীবি অথবা লেখক নই, নিজের বিবেকের তাড়নায় এই লেখা। তবে আমি চাই ওনার প্রতি সুবিচার প্রত্যাশা করছি।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265970
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫১
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৪
209716
মোবারক লিখেছেন : ধন্যবাদ।
265973
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৫
লোকমান লিখেছেন : এই রকম সাক্ষীদের কথায় যদি একজন মানুষ কে ফাঁসি দেয়া হয়,তাহলে হাজার ও মানুষ এই রায় কে মেনে নিবে না।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৫
209720
মোবারক লিখেছেন : অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ
266009
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১০
egypt12 লিখেছেন : আল্লাহ আছেন তিনি কারও উপর জুলুম করেন না... Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File