ঈদ এর ছুটি চার দিন শেষ।
লিখেছেন লিখেছেন মোবারক ০১ আগস্ট, ২০১৪, ১১:৫৪:২৫ রাত
দুই দিন গুরছি বাকি দুই দিন অসুস্থ হয়ে বাসায় ছিলাম আজকে আলহামদুলিল্লাহ্ সুস্থ আগামিকাল ডিউটি শুরু।
এই ঈদ এ আমার রুমমেট এবং'রিয়াদ থেকে আসা মেহমান,
জেদ্দা থাকে মামাদের সাথে দেখা হয়েছে।
বলা যায় সিনিয়দের সাথে ঈদ এর দুই দিন কাটছে,আমার সমবয়সি
বন্ধুরা রিয়াদ থাকে তায় কারো সাথে দেখা হয় নাই।
প্রথম দিন# রিয়াদ থেকে আসা মেহমানদের সাথে আমিও মেহমান হয়ে গেলাম।রাতে সাগর পারে আড্ডা দিয়ে,স্বপন ভাইর }সাথে দেখা করে , শান্তর}ফেসবুক নেম,Mojibul Hoque বাসায় যাই।শান্তর আপ্যায়ন ওর বাসার লোকদের ব্যাবহার অনেক ভাল একটা দিন কাটছে।
২য় দিন #দুপর এর খাওয়া খেয়ে বিকালে রওনা হলাম,অর্ধেক পথে চলে এসেছি এমন সময় আমার প্রিয়তমা দিচ্ছে মিস কল, পকেট হাত দিয়ে দেখি নেট মোবাইল {শান্তর}ভাইর বাসায় রেখে আসছি।
মনে মনে বলতেছি মিস কলটা দিছ আরেকটু আগে দিলে কথা ওবলতে পারতে মোবাইল টা ও আমার হাতে থাকতো।
যাদের সাথে ছিলাম। মিরু ভাই, আলম ভাই , শান্ত,তপু , মমিন, আরেক জন হচ্ছে আমাদের গ্রামের জামাই {সুট্টূ}তার মত, নাম হচ্ছে {একরাম}যার প্রত্যেক কথা হাঁসি আসে'খুভ এ মজার মানুষ, আমার যায়গায় {রবি} হলে আরেকটুবেশি হাসতো।
আর [হাবিব ভাই} ভাই হলে রাতে ঘুমানো যেত না। আমরা সবাই হাসতাম{অলি} সাইট গিয়ে কথা শুরু করতো।তিন জন এ রিয়াদ এ আছে।
সবাই যার যার মত চলে গেল, মিরু ভাই ,আলম ভাই কে আমার বাসায় কাছাকাছি আনতে পারছি কিন্তু বাসায় নিতে পারি নাই।
ওনাদের আত্মীয় স্বজন বেশী সবাই কল"দে কাকে খুশি করবে তারাও পড়ছে বিপদে আর আমি তো অনেক দুরের। ওনাদের বিধায় দিলাম।
২য় দিন, মাগরিব এর নামাজ শেষ ওমরা করতে আসা {ফুফাতো ভাই}জেদ্দা আসতেছে, বাসায় ২জন কে না করছি আজকে বাসায় আসবে না ।
আমার বাসায় বড় ভাই আসতেছে, কি রান্না করবো কি খাওয়াবো এই নিয়ে পাঁচ বার কথা হল {সালেহ আহমেদ} মামার সাথে যাক পরে সব ভেস্তে গেল।
আকতার ভাইকে ভাব মক্কা থেকে রিসিভ করলাম। বড় ভাইকে কল দিল জাফর মামা{'শুকচাইল} বড় ভাই আমাকে দিল ,তুমার সাহলাম মাম,দুলাল মামা, শাফিক মামা, তোমার মামাতো ভাই সাগর ও আছে।
তুমি ওই যায়গায় যাও আমি আসছি।এক ঘণ্টা পরে আসলো
{সালেহ আহমেদ} মামা দীর্ঘ সময় ওনাদের সাথে ছিলাম।
খাওয়ার টাইম হয়ে গেল সবাই গেলাম, শাফিক মামার মামাতো ভাই , নয়ন চৌধুরীর {চিল পাড়া'"}বাসায় গেলাম।
ওই খানে গিয়ে [সাঙ্গিরসর ] একজন সাথে দেখা ওনার সাথে কথা বলতে বলতে আসলো মিলন}নবী,{চিলপাড়া} দেখা হল তাদের সাথে।
এর পর খাওয়া শেষে আরও কিছুক্ষণ বসে ,দুলাল মামা, আকতার ভাই ফজর নামাজ মক্কা পরবে তায় ওনারা চলে গেল। আমাকে জাফর মামা বাসায় দিয়ে গেল।
এই হচ্ছে ঈদ এর চার দিন, দুই দিন বাসায় দুই দিন বাহিরে।
ইনশা আল্লাহ্ আসা আছে কোরবানের ঈদ রিয়াদ এ করবো।
আজকে এই প্রযন্ত ,সবাই দোয়া করবেন আমার জন্য।
আমার ব্লগ বন্ধুদের কুরবানের ঈদ এর আগাম শুভেচ্ছা।
সবাইকে , আসসালামু আলাইকুম। সবাই ভাল থাকুন
সব সময় ।
একটা ফ্রী ইন্টারনেট টিপস
খাওয়ার ১ ঘণ্টা আগে এবং ১ ঘণ্টা পরে পানি
পান আজীবণ সুস্থ থাকা যায়।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনার ভ্রমন পড়ে ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন