আজ আমার মুনতাহা"র প্রথম জন্মদিন।
লিখেছেন লিখেছেন মোবারক ২৬ জুলাই, ২০১৪, ০৬:৩২:৫২ সন্ধ্যা

আজ আমার মেয়ে মুমতাহিনা"র শুভ জন্মদিন।মুমতাহিনা মেয়ের দাদী নানা নানি ডাকে না,নামটি নাকি অনেক বড় তায় ওনারা মুনতাহা বলে ডাকে।
হাটি হাটি পা করে আমার মেয়ে আজ এক বছ র পদার্পণ করলো, সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে।
এইতো সেদিন তার মা তাকে পেটে নিয়ে হাঁটছে,আমার সাথে ফোন এ কথা বলছে, ঘুরছে, ডাক্তার দেখাচ্ছে, সংসারের কাজ করছে, সত্যি সময়ের উপর কারো হাত নেই। সময় বোধ হয় এভাবেই ছলে যায়।
২৬-জুলাই-২০১৩ রমজান মাস, দিনটি ছিল শুক্রবার, আমি সেহরি খেয়ে নামাজ পরে শুয়ে আছি,কিছুক্ষণ আমার মোবাইল ভেজে উঠলো দেখি বড় ভাইর ফোন,ডাক্তারের দেয়া তারিখ আমার মনে ছিল,বাবা হবার খবর নিচ্চিত ছিলাম না,কল টা রিসিভ করলাম সালাম দিলাম সাথে বড় ভাই বললো তুই মেয়ের বাবা হইছস।
আমরা এখন ফেনীতে একটা হসপিটাল আছি, মেয়ে মা দুই জন এ সুস্থ আছে খবরটি শুনে লাপ দিয়ে উঠলাম,আমার মনে আনন্দের জোয়ার বইয়েছে।
বন্ধুদের খবরটা দিব, কল দিলাম বলে উঠলো আপনার মোবাইল এ বেলেঞ্ছ নাই।রমজান মাস সকাল সকাল দোকান খোলা থকবেনা জান্তাম।তবুও বেড়িয়ে পরলাম মোবাইল কার্ড এর জন্য , অনেক দূর গেছি কিন্তু পেলাম না।
আমার মেয়ে শুক্রবার জন্ম , তায় অনেকে ভাগ্যবতী” বলে উল্লেখ করেছেন।
প্রবাসে থাকার কারণে আমার মুনতাহা"র প্রথম জন্মদিনেই পাশে থাকা হল না,আমার কলিজার টুকরা মেয়ের অনেক নাম এর মাঝে {মুনতাহা}নামটি খ্যাতি পেয়েছে । {সিদরাতুল মুনতাহা} থেকে মুনতাহা রেখেছি। মুনতাহা অর্থ শেষপ্রান্ত।এই নামটি আমার বন্ধু Omar Faruk দিয়েছে।
মেয়ের মা কে বলে বোঝাতে পারলেও নিজের মনটাকেই বোঝাতে পারছি না,তাই মনটা অনেক খারাপ,আমি সবার কাছে আমার ছোট্ট-পরীর জন্য দোয়া প্রার্থনা করছি ।
ধর্মীয় মূল্যবোধের আলোকে হবে তার পথ চলা, এই আমার সার্বক্ষণিক কামনা। পিতার এ মনোবাঞ্ছা পুরনের জন্য পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন তার উপর যেন সমস্থ রহমত বর্ষণ করেন, আজ তার শুভ জন্ম দিনে এই আমার বিনীত প্রার্থনা।
সুপ্রিয় পাঠক পাঠিকা দয়া করে আপনারাও আমার সাথে সামিল হন। আমীন।
বিষয়: বিবিধ
৪৩৬১ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আল্লাহ রাব্বুল আলামীন আপনার মনোবাঞ্ছা পুরন করুন । আমীন ।
আল্লাহ আপনাদের নেক-মনোবাসনা পূরণ করুন ...
মন্তব্য করতে লগইন করুন