বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের কমিটি নিয়ে আমার দুই লাইন।

লিখেছেন লিখেছেন মোবারক ২৪ জুলাই, ২০১৪, ০৫:২৯:৫৬ বিকাল

সভাপতি হয়েছেন আব্দুর রব ফারুকী ভাই।

সেক্রেটারী হিসেবে মনোনীত ‎আমজাদ‬ হোসেন

রুমন ভাই।দুই জন কে আমার পক্ষ থেকে অভিনন্দন,

সৃতি/ আব্দুর রব ফারুকী ভাইর সাথে চৌদ্দগ্রাম জামাত শিবির এর এক বিক্ষোভ মিছিল অংশগ্রহন ও পাশাপাশি দাড়িয়ে ছিলাম, একটু আলাপ করলাম কেমন

আছেন সময় কম মিছিল শুরু হয়ে যাবে, তবুও আমার উত্তর দিলেন।

ভাষার সুন্দর উচ্চারণ এক মিনিট কথা বললে আপনে

ওনার বন্ধু হয়ে যাবেন।আমি ওনার সাফল্য কামনা করছি।



সেক্রেটারী হিসেবে মনোনীত ‎আমজাদ‬ হোসেন রুমন ভাই।

রুমন ভাই হচ্ছে রাজপথের লড়াকু সৈনিক ২০১০ অথবা এগারো সালে আমারদেশ পত্রিকায় দেখেছি পুলিশ এর সাথে দস্তা-ধস্তি করছে, মাশা আল্লাহ্‌ খুভ সাহসী ।

আমি অনাকে আরও ভাল করে ছিনেছি জামাত একটা প্রোগ্রাম এ তার আগুণ

ঝরানো বক্তব্য দেখে। আমার মোবাইল এ রেকর্ড করতে ভুলিনি।

রুমন ভাইর প্রতি আমার ভালবাসা রইল।

আসা করছি রাজপথ রাজপথ কাঁপিয়ে ছাড়বে।



বক্তব্য দেখতে চাইলে

https://www.facebook.com/photo.php?v=558582947526886&set=vb.100001255584292&type=3&theater

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247873
২৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
মোহাম্মদ লোকমান লিখেছেন : তাদের জন্য শুভেচ্ছা। সাংবাদ দাতার জন্যও। Rose Rose
২৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
192469
মোবারক লিখেছেন : ধন্যবাদ ব্র।
247875
২৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
আমি মুসাফির লিখেছেন : স্বাগতম
২৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
192470
মোবারক লিখেছেন : ামার ব্লগ আসার জন্য আপনাকে ধন্যবাদ
247883
২৪ জুলাই ২০১৪ রাত ০৮:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈমানের সাথে দায়িত্ব পালন কামনা করি
247889
২৪ জুলাই ২০১৪ রাত ০৮:৫৯
মোশারোফ লিখেছেন : ধন্যবাদ
247896
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:২৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : কিছু মনে করবেন না । আপনি কি আপনার মা-বোন-স্ত্রী বা অধিনস্হ মেয়েদের সাথে নিয়ে জামায়াতে নামাজ পড়েন ?

যদি এই প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, তাহলে আপনার এই পোস্ট লেখা সার্থক হবে । নচেৎ এই লেখা বৃথা হয়ে যাবে - এই লেখা দুনিয়া ও আখিরাতে কোনই কাজে আসবে না :

১. http://muhajjabah-bangladesh.blogspot.com/2013/07/blog-post.html
২.https://www.facebook.com/WrapOrnaInProperWay












আপনি কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের ( যারা আপনার সাথে পড়াশোনা করে )ইসলামের নীতিমালা অনুযায়ী পোষাক পড়া ও নামাজ পড়ার ব্যাপারে উপদেশ দেন কি ?

https://www.facebook.com/WrapSareeInProperWay
https://www.facebook.com/WrapOrnaInProperWay

আপনি কি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের সাথে নিয়ে নামাজ পড়েন ?



যদি না করে থাকেন, তাহলে আপনি ইসলামের দাওয়াত সঠিকভাবে দিচ্ছেন না ।

আপনাকে অভিনন্দন । আপনার নেতার নেতৃত্বে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হোক - সেই কামনাই করছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File