কাজ শেষ করে কিছুটা সময় ফ্রী থাকি,

লিখেছেন লিখেছেন মোবারক ১৭ মার্চ, ২০১৪, ১২:১৫:৩৭ রাত

কাজ শেষ করে কিছুটা সময় ফ্রী থাকি,তায় কয়েকটা ব্লগ এ নিয়মিতো যাওয়া হয়।কিছু গুনীজনদের লেখা পড়ি, নিজেও কিছুটা চেষ্টা করি লিখতে,

অপরিচিত অনেক ভাইর সাতে পরিচিত হওয়ার পর জানতে চাইতো কোন জেলার কোন থানায় আপনার বাড়ি ,খুভ গর্ব করে বলতাম কুমিল্লা চৌদ্দগ্রাম আমার বাড়ি।

গত কাল আমার উপজেলা নির্বাচন হয়ে গেল,নির্বাচন এর দিন কি হয়েছে চ্যানেল ২৪ এন টি ভি তে আমরা দেখেছি,

আজকের পত্রিকায় মন্ত্রীর পিএ কে নিয়া একটা রিপোর্ট দেখি,

সারা বাংলাদেশ আজকে আমাদের চৌদ্দগ্রাম নিয়ে সমালোচনা করছে বাদ জাইনি ব্লগ ফেচবুক ও,দুঃখের বিষয় আমার ইউনিয়ন এবং আসে পাশের ইউনিয়ন এবং গ্রাম এর নাম আসছে কেন্দ্র দখল উৎসব এ,

যদিও আমি আওয়ামীলীগ প্রার্থীকে সাপোর্ট করছি, এক হচ্ছে আমার পাশের গ্রাম, এবং আমি ব্যাক্তিগত ভাবে উপকৃত এবং আমার ফ্যামিলির অনেক উপকার এ আসছে,

ওনার মত ব্যাক্তির এমন জয় আমি আশা করিনি, যার কিনা এলাকাতে প্রচুর স্বনাম রয়েছে।

হাসিনার তার বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে কিছু ভাল মানুষ ছিল আওয়ামীলীগ করতো তাদের আজ দূর অবস্থা,

গত পাঁচটি বছর হাসিনার মন্ত্রীরা আমাদের সম্পদ লুটপাট করে খেয়েছে আর রাজাকার রাজাকার বলে চিৎকার করেছে, কিন্তু মানুষ তাদের কথা শূনে নাই।

আজকের ছাত্র সমাজ রাজাকার বলে নিজেকে গর্ব করে,

রাজাকারদের জন্য প্রাণ দে,

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193314
১৭ মার্চ ২০১৪ রাত ০৪:১১
ভাইস চেয়ারম্যান লিখেছেন : রাজাকার নামক ঘুমের বড়ি খাইয়ে দেশ বিক্রির নকশা চুড়ান্ত করেছে জঙ্গী লীগ
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
144130
মোবারক লিখেছেন : এই স্বপ্ন পূরণ হবার নয়,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File