উতসর্গ মামুন

লিখেছেন লিখেছেন মোবারক ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:২৫ রাত

প্রিয় মামুন



আসা করি আল্লাহ্‌র দরবারে তুমি ভাল আছো,দুয়া করি আল্লাহ্‌ যেন তোমাকে বেহেস্ত বাসি করে,মামুন আমি লচ্ছিত এবং দুঃখিত তোমার মূত্যর পর তোমার আম্মাকে দেয়া কথা রাখতে পারি না।

কথা ছিল তোমার মত আমিও তাদের খোজ খবর নিব। ক্ষমা কর বন্ধু আমায়,

২৪ জানুয়ারি ২০১১ সাল আর এই দিনে হারিয়ে ছিলাম আমাদের প্রিয় বন্ধু মামুন কে।

৩টি বছর হয়ে গেল,আমাদের মাঝে নেই তুমি,কিন্তু আমার কাছে মনে হয় কিছুদিন আগে তোমার সাতে বসে বাথা বাজারে নাস্তা করছি,রুটি আর গোস্ত দিয়া,এঠাই শেষ নাস্তা তোমার সাতে বন্ধু,মনে হলে চোখের জল টলমল করে।

প্রত্যক বৃহস্পতি বারে মামুন বাংলাদেশী মার্কেট এ আসতো,বাংলাদেশ বুফিয়া নামক স্থানে,আমরা মিলিত হতাম সবাই মামুন এমন এমন কথা বলতো না হেঁসে থাকতে পারতাম না কেও।

আমাদের সাতে অনেক বন্ধু থাকতো,কিন্ত মামুন এর সাতে পরিচিতি ছিল না।

এক সময় দেখা যায় আমার বন্ধুটি মামুন এর বেষ্ট ফ্রেন্ড,মামুন এর আরোহ

অনেক গুণ আছে, যা বলে শেষ করা যাবে না।

আমার জানামতে মামুন এর ২৫ থেকে ৩০জন বন্ধু সাউদি আরবে আছে,কারো

সাতে তার কোনদিন ঝগড়া হয়নি,সবার সাতে তার ভাল সম্পর্ক ছিল,মামুন এর মূত্যর পরের সাপ্তাহে বৃহস্পতি বারে যখন বাথা যাই।

মামুন এর খুজ নিতে অনেকে আসে,মামুন এর বন্ধুদের মাঝে আমি সহ ২০/২৫ জনের মত,তাকে দেশে পাঠানোর ব্যবস্থার ব্যপারে আলাপ হয়,মামুন এর প্রেমিলির খুজ খবর নিবো এমন ও কথা ছিল।

আমি সহ আমার জানা মতে কেও এখন তাদের খবর নি না,সুদু একজন তাদের খোজ নে,যে ছেলেটা মামুন এর বেষ্ট তালিকায় ছিল না, সে আজকে তাদের খোজ

আমার পক্ষ থেখে আমি তাকে স্যালুট জানাই।

যদি কোন সাংবাদিক জানতো এই ছেলেটা এই দুঃখী প্রেমিলির বিপদ এর সময় তাদের প্রেমিলির মেম্বার হয়েছে,পত্রিকার কোন জাইগায় তার ছবি চাপা হতো, এবং আরো সুন্দর ভাবে লিখতো।

সে হচ্ছে আমাদের পাশের ইউনিয়ন এর [সাঙ্গিরস্বর ]গ্রাম এর কাজী আব্দুল মজিদ এর ছেলে কাজী আলী আক্কাছ।

সে ও সাউদি থাখে,আমি দোয়া করি আল্লাহ্‌ যেন তাদের কে সব সময় শুখি রাখে।

মামুন একটা ছোট ভাই আছে, অনেক আসা ছিল তাকে নিয়া, পড়াশোনা করাবে।

জানিনা এখন তাদের কি অবস্থা,পড়া শেষে অনেকের হয়তো জানতে চাইবেন

কি ভাবে মূত্য হল,ডিউটিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একদিন হসপিটাল এ থাকার পর মারা যায়,তার গ্রাম, কোমরকরা

ইউনিয়ন। জঘনাথদীঘি,

থানা, ১৪ গ্রাম

জেলা। কুমিল্লা

আমি তার বন্ধু মোবারক হোসেন ভুইয়া,

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166509
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার নামও মামুন, আমি বেছে আছি-
তবে লেখাটা খুব খুব কষ্টের- ধন্যবাদ
166541
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৯
হলুদ রঙ মেঘ লিখেছেন : চোখে পানি এসে গেল।
166559
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ যেন মামুনের সমস্তগউ মাফ করে জান্নাত বাসী করেন ,আমীন
169625
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৬
জবলুল হক লিখেছেন : আল্লাহ যেন মামুনের সমস্ত পাপ মাফ করে জান্নাত বাসী করেন ,আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File