১ম বিবাহ বার্ষিকী।

লিখেছেন লিখেছেন মোবারক ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪০:১৯ রাত



২৪ সেপ্টেম্বর ২০১২ এই দিনে বিয়ে করেছিলাম, দেখতে দেখতে বিয়ের একটি বছর পূর্ণ হল ।এই এক বছরে আমাদের সংসার জীবনে কত যে রূপ-কথার জন্ম দিয়েছি,আমি হয়েছি বাবা আমার স্ত্রীর হয়েছে মা।

কি ভাবে যে একটি বছর পার করলাম বুঝতেই পারিনি, কত সুখ ভালবাসা জীবনটাকে উপভোগ করেছি বলতে পারি।কিছুটা আর্থিক কষ্টে ভুগলেও পরিবার নিয়ে সুখেই আছি বলতে পারি,ঝাঁক ঝমক অনুষ্ঠান বিহীন,খুভ সাদা মাটা ভাবেই বিয়েটা হয়েছিল ।পাত্রী দেখতে যেয়ে হয়েছিলাম বর, সাতে ছিল মা বোন,এমন ভাবে বিয়েটা হয়েছে ভাবতে স্বপ্ন স্বপ্ন মনে হয়।

বড় ভাই পরক্ষণে বিয়ের স্বর্ণ অলংকার ও সাজানি এবং আমার জন্য একটি পাঞ্জাবী নিয়ে আসলেন ।ওনার সাতে কয়েকজন আত্মীয়-স্বজন , আমার বন্ধু রুবেল ও আসলো।মাত্র ৫/৬ ঘণ্টার মধ্যেই আমাদের বিয়ে সম্পন্ন হল......দেখতে দেখতে একটি বছর পূর্ণ হল।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ্ পরম করুণায়,

বাকী জীবন আমরা যেন এই ভাবে সুখেই কাটাতে পারি।















বিষয়: বিবিধ

৩৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File