আমি শুধু পার্থক্য খুজেছি

লিখেছেন লিখেছেন মোবারক ৩০ জুন, ২০১৩, ১২:৩২:২৯ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ভিজিটর বন্ধুগণ

ভেবে ছিলাম সরকারের সমালোচনা করে আর কখনো কোন

স্ট্যাটাস দিব না। তবে সেটা আর সম্ভব হলনা।

কেন হলনা সেটা বিস্তারিত তোলে ধরবো।

আজকে অফিসে আমার তেমন কোন কাজ ছিলনা।

ফেসবুক এ লগইন করলাম। একটা স্ট্যাটাস দেখলাম

সংসদ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বক্তব্য দিচ্ছেন।

আমিও লাইভ শুনতে লাগলাম।

ভাষণের শুরুতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন।

বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

বিশেষ করে গুরত্ত পণ্য দুই লাইন আমি আপনাদের সামনে তুলে ধরলাম ।

বিরোধী দলীয় নেত্রী বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবো না।

জাতীয় স্বার্থে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক বহাল রাখার অনুরুধ জানান।

আমি পুরো বক্তব্য শুনেছি।

এখন আসি মূল কথায়।

বাসায় গেলাম খাওয়া শেষ করে টিভি অন করলাম

দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য চলছে। বিরোধী দলীয় নেতার বক্তব্য যখন শুনেছি আজকে প্রধানমন্ত্রী বক্তব্য ও শুনবো।

প্রধানমন্ত্রী তার সময়কার উন্নয়ন কথা অনেক চিত্র তুলে ধরেন।

অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা বাস্তবসম্মত।

উন্নয়ন এর ইত্যাদি ইত্যাদি তুলে ধরেন।

অনেক সুন্দর ভাবে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতেছেন। খুভ ভাল লাগছিলো ।

হটাৎ করে উন্নয়ন এর কথার সাথে সাথে শুরু হল বিষোদগার করা ।

বিরোধী দলীয় নেত্রী কে ।এবং তার ২ছেলে কে নিয়া। এবং কি জিয়া ও বাদ যাইনি।

এমন এমন মন্তব্য প্রধানমন্ত্রী শুরু করেছেন। আমি আর সময়ের কারণে বিস্তারিত তুলে ধরলাম না।

এখন আসি আমার লিখার উদ্দেশ কি।

উদ্দেশ্য কি হয়তো লিখাটা পড়ে আপনারা বুঝতে পারছেন।

এখন আসি ২নেত্রীর মাঝে পার্থক্য।

১/ বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর বাবা কে শ্রদ্ধা জানিয়েছেন।

এবং প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে এবং তার স্বামী কে নিয়া কোন মন্তব্য করেন নাই।!!!

২/ আমাদের প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রীর ২ছেলে এবং তার স্বামীকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন।!!!

আমি ২নেত্রীর একজনকেও পছন্দ করি না।

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File