সাম্প্রদায়িক দাংগা লাগানোর অপপ্রয়াস

লিখেছেন লিখেছেন ফরহাদ হোসেন মিঠু ১৮ মে, ২০১৩, ১০:০২:৩২ রাত

কতিপয় উগ্র হিন্দুর দেখা মিলছে এখন।'বাংলাদেশ হিন্দু বীর যুব সংঘ' নামের একটা পেজে দেখলাম উগ্র হিন্দুরা এমনভাবে কথা বলছে যেন হেফাজতে ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদের নাকি এই দেশে ঠাই হবে না।আসেন উগ্র হিন্দুর দল আমরা একটু ইতিহাস পড়ি।

আপনাদের ভারতমাতাকে মুসলিমরা অনেক বছর শাসন করেছে।সে সময় হিন্দুরা শান্তিতেই ছিল।ইসলামের ছোয়ায় হিন্দুদের ধর্মের কুপ্রথাগুলো দূর হওয়া শুরু করেছিল।কিন্তু ' সুখে থাকলে ভুতে কিলায়'।ভুতের কিল কয়েকটা উগ্র হিন্দু খাইছিল।যেমন- উমিচাদ,মানিক চাঁদ,জগত শেঠ,রায় দুর্লভ রাম। এই উগ্র হিন্দুদের কারণেই পলাশীর যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছিল।মুনাফিক মীর জাফরের ভুমিকা কম ছিল এই পরাজয়ে কিন্তু আমরা মীর জাফররেই বেশি পচাই।

পরবর্তীতে বঙ্কিমচন্দ্র,আমারদের রবি ঠাকুর,রাজারামমোহন রায়,রামরাম বসুসহ আরো কিছু লোক সাম্প্রদায়িকবিদ্বেষ ছড়ায়।

মুসলিমদের শাসনামলে মুসলিমরা কিন্তু হিন্দুদের উপর গণহত্যা চালায় নি।যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয় তিনি হলেন বখতিয়ার খিলজি।এই অভিযোগ ভুয়া।তার প্রমাণ হিসেব একজন অমুসলিম ঐতিহাসিক যদুনাথ সরকারের উক্তি কোট করছি।উক্তিটি হল----

" ...... কিন্তু তিনি রক্তপিপাসু ছিলেন না।নরহত্যা ও প্রজাপীড়ন তিনি পছন্দ করতেন না।"[১]

লক্ষণ সেনের বাংলা বিজয়ের পর হিন্দু বাংগালিদের সাথে মুসলিমদের আচরণ সম্পর্কে ঐতিহাসিক আব্বাস আলী খান বলেন,

" মুসলমানগণ বিজয়ীর বেশে এ দেশে আগমন করার পর এ দেশকে তাঁরা মনেপ্রাণে ভালবাসেন,এ দেশকে স্থায়ী আবাসভূমি হিসাবে গ্রহণ করেন এবং এ দেশের অমুসলিম অধিবাসীর সাথে ,ইলে মিশে বাস করতে চেয়েছেন।শাসক হিসাবে শাসিতের উপরে কোন অন্যায়-অবিচার তাঁরা করেননি।জনসাধারণও তাঁদের শাসন মেনে নিয়েছিল।মুহাম্মদ বখতিয়ার বাংলা বিজয়ের পর আভ্যন্তরীণ আইনশৃংখলা প্রতিষ্ঠিত করেন।তিনি মুসলমানদের জন্যে দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদ্রাসা স্থাপন করলেও অমুসলিমদের প্রতি উদার নীতি অবলম্বন করেন।তিনি ইচ্ছা করলে পলাতক লক্ষ্ণণসেনের পশ্চাদানুসরণ করে তাকে পরাজিত করতে পারতেন।কিন্তু সে কথা তিনি মনে আদৌ স্থান দেন নি।" [২]

মুসলিমরা যদি স্পেনের ক্রুসেডারের মত ভারতে আগমন করত তাহলে এই দেশে শতকরা ১০ ভাগ হিন্দুও থাকত না,হিন্দুস্তানের নাম হত মুসলিমস্তান।

যাই হোক, এই কথাগুলো বললাম কারণ এখন কিছু লোক হিন্দুদের ক্ষেপানোর চেষ্টা করছে অপপ্রচারে মাধ্যমে।লংমার্চের সময় এক হিন্দু দম্পতিকে মুসলিমরা হয়রানি করেছে এইরকম ফেক নিউজ ছড়ানো হয়েছিল।আমি দেখেছিলাম বেশিরভাগ হিন্দুরাই সেই নিউজটাতে ট্যাগ পেয়েছিল।আমি হিন্দুদের শুধু একটা কথা বলব, আপনারা পূর্বের ভুলটা আবার করবেন না।আমরা আপনাদের শত্রু নই।আপনারা মানব জাতির অন্তর্ভুক্ত তাই আমরাও আপনাদের কল্যাণ চাই।

কারণ মুসলিম জাতির উদ্ভব হয়েছে মানব জাতির কল্যাণ করার জন্য।

(আমি হিন্দু বিদ্বেষী নই।আমি চাই না হিন্দুরা মুসলিমবিদ্বেষী হোক।তাই এই নোটটা পোষ্ট করলাম।

দয়া করে কেউ ভুল বুঝবেন না।)

সূত্রঃ

[১](History of bengal,vol-2, Muslim Period,page-9)

[২]বাংলার মুসলমানদের ইতিহাস

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File