হায়!এই কি অবস্থা আমাদের শিক্ষাব্যবস্হার
লিখেছেন লিখেছেন ফরহাদ হোসেন মিঠু ২২ মে, ২০১৩, ১০:৩১:০৩ রাত
কলেজে যখন ক্লাস করতাম তখন স্যার বা ম্যাডামরা কোন ছেলের শার্টের ১ম দুইটা বোতাম খোলা দেখলে রেগে গিয়ে একটা বোতাম লাগাতে বলতেন।
আর আজকে দেখলাম চোরা মন্ত্রীর চুন্নী স্ত্রী মেয়েদের জামা জোর করে কেটে দিয়েছে!!
বাহ!ছেলেদের পর্দা করতে বলা হচ্ছে আর মেয়েদের পর্দা খুলা হচ্ছে।এই না হল আমাদের শিক্ষিত সমাজ।এইসব শিক্ষিকা বা শিক্ষকদের কারণেই আমাদের শিক্ষাব্যবস্হার এই করুণ দশা।এই শিক্ষক নামের কলংকগুলা ক্ষমতার জোরেই চাকরি পায় আর যাদের ভাল শিক্ষক হবার যোগ্যতা আছে তারা বসে বসে মুড়ি খায়।আর
শিক্ষামন্ত্রী এ+ দেখায়া বলে যে " দেখেন,আমাদের কত উন্নতি হইছে।"
" বাবুরা,তোমরা কয়টা ফিজিক্স ক্লাস বুঝছ?" এই প্রশ্নটা এ+ পাওয়া ছাত্রদের জিজ্ঞেস করলেই বুঝতে পারিবেন কত উন্নতোই না হয়েছে আমাদের শিক্ষাব্যবস্হা।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন