একটি হাইপোথিসিস

লিখেছেন লিখেছেন ফরহাদ হোসেন মিঠু ২২ মে, ২০১৩, ০৭:৩০:৩৮ সন্ধ্যা

আমাদের সৌরজগতের সবগুলো গ্রহ তাদের অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে শুধু ভেনাস বিপরীত দিকে ঘুরে।মানে পূর্ব থেকে পশ্চিমে ঘুরে।তাই ভেনাসে সূর্য পশ্চিম দিকে উদয় হয়,আর পূর্ব দিকে অস্ত যায়!!!বিজ্ঞানীরা মনে করেন একটা বিরাট বড় স্পেস রক দ্বারা এটি আঘাতপ্রাপ্ত হবার কারণে এটি উল্টা দিকে ঘুরে।

আমরা জানি যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে এবং এই ঘটনা দেখে সব কাফের ঈমান আনবে কিন্তু সেই ঈমান গ্রহণযোগ্য হবে না।তাই বলা যায় কিয়ামতের আগে হয়তো পৃথিবী রিভার্স ডাইরেকশনে ঘুরবে।উত্তরমেরু-দক্ষিণ মেরুর মধ্যে ক্যাচাল লাগলে বা বিরাট বড় স্পেস রক দিয়ে পৃথিবী আঘাতপ্রাপ্ত হলে

পৃথিবী উল্টা দিকে ঘুরতে পারে।

আল্লাহ্ তাআলা সবচেয়ে ভাল জানেন।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File