আপনি কি একটা মোমবাতী হয়ে উঠতে পারবেন না?
লিখেছেন লিখেছেন হককথা ১৮ মে, ২০১৩, ১০:১১:৫১ রাত
আপনি কি জানেন যে, একটি মোমবাতির মৃদু আলো রাতের অন্ধকারে মরুভূমিতে প্রায় চল্লিশ মাইল দুর থেকেও খালি চোখে দেখা যায়! রাতের নিকষ কালো আঁধার মোমবাতির মৃদু উজ্জলতাকে ম্লান করে দিতে পারে না।
সারা বিশ্বব্যাপী জ্ঞান আর বিজ্ঞানের যে আলোড়ন চলছে, তা সত্তেও আশ্চর্জজনকভাবে মুসলিম সমাজে বিরাজ করছে অজ্ঞানতার আঁধার। ইসলামের জ্ঞান কম, আর যদি বা কিছু থাকেও, সে জ্ঞানও তেমন স্বচ্ছ নয়। মজহাবি বিতর্কসহ নানান উপসর্গে সে জ্ঞান এতটাই বিকৃত যে, তাকে ইসলামি জ্ঞান বলাটাও কষ্টকর।
এই যখন বেশীরভাগ মুসলিম তরুণ যুবকের অবস্থা, তখন আপনি নিজেকে জ্ঞান গরীমায় এমনভাবে সজ্জিত করুন, যেন এই অজ্ঞানতার মাঝেও সমাজের তরুণ-যুবকরা শত শত মাইল দুর থেকে আপনার দিকে সেইভাবে পঙ্গপালের মত ছুটে আসে, ঠিক যে ভাবে কীট-পতঙ্গ ছুটে এসে আছড়ে পড়ে বাতির উপরে! অজ্ঞনতার এই আঁধারে আপনিই হয়ে উঠুন একটা মোমবাতি!
নিজেকে যদি এভাবে তৈরী করতে পারেন, তা হলে বিশ্বাস জন্মে যে, আপনার দ্বারা এ সমাজ, এ দেশ কিছুটা হলেও উপকৃত হবে ইশাআল্লাহ। আপনি কি নিজেকে তৈরী করতে প্রস্তুত?
আল্লাহ আমাদের সবাইকে সেভাবে তৈরী হবার সুযোগ দিন, আমিন।
বিষয়: বিবিধ
২৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন