জীবনের কথা

লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ০৪ জুলাই, ২০১৩, ০১:২৪:৫১ রাত

কেন অন্ধকার নেমে আসে

আলোর মাঝে—?

কেন ফুল ঝরে পড়ে

সৌন্দর্য্য ফেলে —?

কেন তুমি আমি চলে যাই ওপারেতে

ঠিকানা হারিয়ে,

অধিক যতনে রাখি যারে

চেপে বক্ষের মাঝে।

সুখ নিদ্রার ঘোরে

আবেগের ক্ষণিক খেলায়,

দুঃখসুখের লক্ষ ধারাঁ

এনেছে অশ্রু নয়ন ভরে।

হবে কি ভোর ?

দেখব কি আলো ?

নতুন করে বেধে জীবন

কেউ জানে না তা

পথহারা আমরা যারা সকল পথিক।

অন্ধ হয়ে থেকো না কেউ

চোখ থাকিতে,

একদিন সবার দিতে হবে

নিজ হিসাব নিজ দায়িত্বে।

বিষয়: বিবিধ

১৮৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File