সুখ দুখের স্বপ্ন গুলো
লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ১৭ মে, ২০১৩, ১১:১১:৩৮ রাত
এমন কষ্ট আর হবে না
ভালবাসায় যে কষ্ট মিলে,
তাকেই না হয় কষ্ট দেব
সুখটি আমার রবে।
দুঃখের স্বপন আর দেখব না
কষ্ট দূরে গেলে,
সুখটি আমার মাথায় রেখে
চলব হেসে খেলে।
দিন যায় রাত যায়
হয় দিনগুলো গত,
সুখ যে আজ মনের জ্বালা
দুঃখ ফেলে দূরে।
দুঃখের পরেই সুখের পালা
সুখ পেয়ে আজ সব ভুলেছি
দুঃখ তাই আজ গলার মালা।
চাই না আজ সুখের স্বপন দুঃস্বপ্ন ফেলে
সুখ দুখের স্বপ্ন গুলো থাকুক মিলে মিশে।
বিষয়: সাহিত্য
১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন