আমরা ভুলে যাই....।
লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ০৫ জুন, ২০১৩, ১২:৪৯:০৭ রাত
সবুজে ঘেরা কোন মেঠোপথে
স্বপ্নের মাঝে নতুন স্বপ্নের দেশে
মিলবে সুখের জীবন,
নেই দুঃখ, নেই হারানোর ভয়
সুখের স্বপন মনেতেই বেঁচে রয়।
আমার জীবন আমার মাঝে
বেদনা জাগায় নিজেকে হারিয়ে
আমার স্বপন আমার সুখ
বাঁচিয়ে রাখে নিজেকে।
ফুল ঝরে যায়
নদী মরে যায়
কোন একদিন যাবো ওপারে
ভুলে আছি সব অতি সুখে অধিক লোভে।
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন