জনতার প্রতিরোধের মুখে ব্রাদারহুড পার্টির ইসলামী তন্ত্র-মন্ত্র-মোনাজাত ভেসে গেল।

লিখেছেন লিখেছেন বিবিয়ানা ০৪ জুলাই, ২০১৩, ০২:১০:২৭ রাত



মিশরের তাহরির স্কোয়ারে বিক্ষুব্ধ জনতার ব্যাপক প্রতিরোধের মূখে ইসলামিক ব্রাদারহুড পার্টির মধ্যযূগীয় ইসলামী তন্ত্র-মন্ত্র-মোনাজাত ভেসে গেল। নাটেরগুরু মোহাম্মদ মুরসি এখন পালাবার পথ খুঁজছেন। মুরসির সাঙ্গপাঙ্গ এবং উপদেষ্টারা এরই মধ্যে প্রাসাদ ছেড়ে চলে গেছেন। ইসলামপন্থীরা বেগতিক অবস্হা আচ করতে পেরে এর আগে মুরসির কার্যালয় থেকে রাজনৈতিক সমাধান হিসেবে ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাহরির স্কোয়ারের বিক্ষুব্ধ জনতা তা প্রত্যাখ্যান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পলায়নপর ইসলামপন্থীদের উপর আল্লার গায়েবি সাহায্য নাজিল হওয়ার খবর পাওয়া যা নি।

বিষয়: বিবিধ

২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File