টুডেব্লগে ছাগুকান্না, মুরসি ধরা পরেছে............................

লিখেছেন লিখেছেন বিবিয়ানা ০৪ জুলাই, ২০১৩, ১১:৫৭:০৪ সকাল



ক্ষমতাচ্যুত হবার পর আটক হয়েছেন মিসরের পেসিডেন্ট মোহম্মদ মুরসি। সরকারের শীর্ষ দুই কর্মকর্তাসহ মুরসিকে আটক করা হয়েছে। দেশটির সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ এবং কপটিক চার্চ-সহ বিরোধী নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মুরসি গ্রেপ্তারের খবর শুনে উল্লাসে ফেটে পড়ে তাহরির স্কোয়ারে অবস্থানরত বিক্ষোভকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কায়রো থেকে বিবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তাহরির স্কোয়ারে দফায় দফায় আতশবাজি পুড়িয়ে আর লেজার রশ্মি জ্বালিয়ে উল্লাস করছে মিশরের সেক্যুলার জনতা।



বিষয়: বিবিধ

১৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File