সমস্যার সমাধান কি হতে পারে?

লিখেছেন লিখেছেন সত্যের ডাক ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৫:৩০ রাত

বর্তমান বিশ্বে মুসলিমদের সমস্যার শেষ নেই। যেদিকেই দেখি সেদিকেই কোন না কোন মুসলিম দেশের বিভিন্ন সমস্যা দেখা যায়। বছর বছর ধরে একই সমস্যা চলতে থাকে, তার সমাধানের কোন রাস্তা যেন কেউ খুঁজে পায়না। বুদ্ধিজীবরিা অনেক বিবেক খরচ করে সমাধানের খুঁজে, অনেক বৈঠক হয় সভা সমিতি হয়। কিন্তু সমাধানের কোন আলো দেখা যায়না। যে মানুষ ন্যায় নীতি, আইন শৃংখলা, শালীনতা ও বুদ্ধিমত্ত্বার এত সুন্দর সুন্দর কথা বলে সে মানুষ নিজে আবার সব ধরণের অমানবতার গহবরে ডুবে যায়। আস্তে ধিরে সমাজে সব রকমের জাহিলিয়্যাত চোখের সামনে দেখা যায়। তাহলে চিন্তার বিষয় হল, এরূপ অবস্থা থেকে আমরা কি কোন সময় পরিত্রাণ পাবনা?

ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, মানব ইতিহাসে সময়ে সময়ে এর চেয়ে অনেক বড় বড় সমস্যাও এসেছে। কিন্তু এসবের সমাধানও একদিন হয়েছে। তাহলে কি ছিল সেই সমাধান? এবং কারাই বা তা করেছিলেন? আমরা মানুষের ইতিহাসে মানবতার সব চেয়ে বেশী দরদী আম্বিয়া এবং রসূলদের কথা জানি। তাঁরাই যুগে যুগে মানুষকে সব ধরণের জাহিলিয়্যাত থেকে মুক্ত করেছেন। তাঁরা দাওয়াত ও ঐশী শিক্ষার মাধ্যমে মানুষকে ধীরে ধীরে মানবতার দিকে ফিরে এনেছেন। তাদের জীবনে আশার আলো সঞ্চার করতে সক্ষম হয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম এর পর যেহেতু কোন নবী আসবেননা, তাই তাঁরপর এদায়িত্ব বর্তাবে তাঁর ওয়ারিশগণের উপর। সুতরাং তারাই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা, দাওয়াত ও সুশিক্ষা ধীক্ষার ভিত্তিতে মানুষকে এই অন্ধকারে আশার আলো দেখাবে।

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177014
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংস্কৃতি পাল্টাতে হবে।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২০
130174
সত্যের ডাক লিখেছেন : সুন্দর বলেছেন।জাযাকাল্লাহু খাইরান।
177041
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
নীল জোছনা লিখেছেন : বর্তমানে আপনি কি সমস্যা দেখছেন বলে মনে করছেন?
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
130205
সত্যের ডাক লিখেছেন : সমস্যার তো কোন শেষ নেই। কয়টি বলব ধরুন আমাদের দেশেই কত সমস্যা। একটি বিষয়ও ঠিক মত হচ্ছেনা। মানুষ যতক্ষণ আল্লাহকে ভয় করবেনা ততক্ষণ হাজারো সমস্যা সৃষ্টি হতে থাকবে।
177043
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
ইসতিয়াক লিখেছেন : এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য .(2:2)
This is the exalted Book (the Qur’an), in which there is no place for doubt; a guidance for the pious. (2:2)
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
130207
পবিত্র লিখেছেন : এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য .(2:2)Praying Praying
177050
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২০
পবিত্র লিখেছেন : সমস্যার সমাধান কি হতে পারে?
হুম... সুন্দর পোস্ট। ;Winking
বেশ ভালো লাগলো। Happy Happy
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
130208
পবিত্র লিখেছেন : দুঃখিত। Sad Sadএকটি ইমো দিলে অন্যটি আসে।phbbbbt
177052
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২২
বিন হারুন লিখেছেন : অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমরাই আমাদেরকে ধ্বংস করছি বিভিন্ন দলে বিভক্ত হয়ে. মহান রব আমাদেরকে হেফজত করুন.
210819
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
আহ জীবন লিখেছেন : আমাদের আলেমদের ভিতর হিংসা ঢুকে গেছে বা ঢুকানো হইছে। নেক সুরতে।

উনারা বুঝেন না।

আল্লাহর প্রকৃত ভয় ভুলে গেছেন। কিন্তু ভান করেন ভয়ের। এটা জাস্ট আমার অভিমত, ভুল ও হতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File