সমস্যার সমাধান কি হতে পারে?
লিখেছেন লিখেছেন সত্যের ডাক ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৫:৩০ রাত
বর্তমান বিশ্বে মুসলিমদের সমস্যার শেষ নেই। যেদিকেই দেখি সেদিকেই কোন না কোন মুসলিম দেশের বিভিন্ন সমস্যা দেখা যায়। বছর বছর ধরে একই সমস্যা চলতে থাকে, তার সমাধানের কোন রাস্তা যেন কেউ খুঁজে পায়না। বুদ্ধিজীবরিা অনেক বিবেক খরচ করে সমাধানের খুঁজে, অনেক বৈঠক হয় সভা সমিতি হয়। কিন্তু সমাধানের কোন আলো দেখা যায়না। যে মানুষ ন্যায় নীতি, আইন শৃংখলা, শালীনতা ও বুদ্ধিমত্ত্বার এত সুন্দর সুন্দর কথা বলে সে মানুষ নিজে আবার সব ধরণের অমানবতার গহবরে ডুবে যায়। আস্তে ধিরে সমাজে সব রকমের জাহিলিয়্যাত চোখের সামনে দেখা যায়। তাহলে চিন্তার বিষয় হল, এরূপ অবস্থা থেকে আমরা কি কোন সময় পরিত্রাণ পাবনা?
ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, মানব ইতিহাসে সময়ে সময়ে এর চেয়ে অনেক বড় বড় সমস্যাও এসেছে। কিন্তু এসবের সমাধানও একদিন হয়েছে। তাহলে কি ছিল সেই সমাধান? এবং কারাই বা তা করেছিলেন? আমরা মানুষের ইতিহাসে মানবতার সব চেয়ে বেশী দরদী আম্বিয়া এবং রসূলদের কথা জানি। তাঁরাই যুগে যুগে মানুষকে সব ধরণের জাহিলিয়্যাত থেকে মুক্ত করেছেন। তাঁরা দাওয়াত ও ঐশী শিক্ষার মাধ্যমে মানুষকে ধীরে ধীরে মানবতার দিকে ফিরে এনেছেন। তাদের জীবনে আশার আলো সঞ্চার করতে সক্ষম হয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম এর পর যেহেতু কোন নবী আসবেননা, তাই তাঁরপর এদায়িত্ব বর্তাবে তাঁর ওয়ারিশগণের উপর। সুতরাং তারাই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা, দাওয়াত ও সুশিক্ষা ধীক্ষার ভিত্তিতে মানুষকে এই অন্ধকারে আশার আলো দেখাবে।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
This is the exalted Book (the Qur’an), in which there is no place for doubt; a guidance for the pious. (2:2)
হুম... সুন্দর পোস্ট। ;
বেশ ভালো লাগলো।
উনারা বুঝেন না।
আল্লাহর প্রকৃত ভয় ভুলে গেছেন। কিন্তু ভান করেন ভয়ের। এটা জাস্ট আমার অভিমত, ভুল ও হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন