“ আজ আমলের সময় হিসাবের সময় নয়, আগামী দিন হিসাবের দিন আমলের নয়” একথাটি হাদীস নয়

লিখেছেন লিখেছেন সত্যের ডাক ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৫:৫১ সকাল

অনেক সময় আমরা অনেক কথা বলে থাকি। তার মধ্যে কিছু ভাল এবং কিছু খারাপ থাকে। অনেকে দেখি কোন ভাল কথা পেলেই তাকে হাদীস হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এটা কিন্তু মারাত্মক একটি বিষয় যা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শরীয়তের বিষয়টিই তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নি তা তাঁর নামে বলা মহা পাপ। বিশেষ করে বুখারী মুসলিমের উদ্ধৃতি দিয়ে বললে সাধারণ মানুষ ধোঁকা খেতে পারে। সুতরাং ভাল কথা হলেই হাদীস হতে হবে এমনটা নয়। তবে সকল সহীহ হাদীসই ভাল কথার অন্তরভূক্ত।

অনেক লোকেরা “ আজ আমলের সময় হিসাবের সময় নয়, আগামী দিন হিসাবের দিন আমলের নয়”। (বুখারী) একথাটি কে হাদীস বলে চালিয়ে দেয়ার প্রয়াস করেছে। অথচ এটি হাদীস নয়। বুখারী শরীফে এটি থাকা তো দুরের কথা কিন্তু তারপরেও বুখারীর বরাত দিয়েই এটি বলা হচ্ছে।

মুহাদ্দিসগণের গবেষণা মতে এটি হযরত আলী (রঃ) থেকে বর্ণিত একটি কথা। যা সাধারণ অর্থে সঠিক নয়। যা হোক সতর্কী করণ উদ্দেশ্যে লেখাটি লেখলাম। আশা করি কারো না কারো কাজে আসবে।

বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261970
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪২
কাহাফ লিখেছেন : হাদিসের আলোচনা-বক্তব্য-লেখার বেলায় সর্বোচ্চ সতর্কত থাকতে হবে।
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
206229
সত্যের ডাক লিখেছেন : আপনার সাথে আমি একমত।
262475
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
দিশারি লিখেছেন : ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
206369
সত্যের ডাক লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
264506
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
পবিত্র লিখেছেন : সংশোধনী পোস্টের জন্য জাযাকাল্লাহু খাইরান।

১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩১
209443
সত্যের ডাক লিখেছেন : وأنت كذلك
264539
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩২
209444
সত্যের ডাক লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File