“ আজ আমলের সময় হিসাবের সময় নয়, আগামী দিন হিসাবের দিন আমলের নয়” একথাটি হাদীস নয়
লিখেছেন লিখেছেন সত্যের ডাক ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৫:৫১ সকাল
অনেক সময় আমরা অনেক কথা বলে থাকি। তার মধ্যে কিছু ভাল এবং কিছু খারাপ থাকে। অনেকে দেখি কোন ভাল কথা পেলেই তাকে হাদীস হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এটা কিন্তু মারাত্মক একটি বিষয় যা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শরীয়তের বিষয়টিই তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নি তা তাঁর নামে বলা মহা পাপ। বিশেষ করে বুখারী মুসলিমের উদ্ধৃতি দিয়ে বললে সাধারণ মানুষ ধোঁকা খেতে পারে। সুতরাং ভাল কথা হলেই হাদীস হতে হবে এমনটা নয়। তবে সকল সহীহ হাদীসই ভাল কথার অন্তরভূক্ত।
অনেক লোকেরা “ আজ আমলের সময় হিসাবের সময় নয়, আগামী দিন হিসাবের দিন আমলের নয়”। (বুখারী) একথাটি কে হাদীস বলে চালিয়ে দেয়ার প্রয়াস করেছে। অথচ এটি হাদীস নয়। বুখারী শরীফে এটি থাকা তো দুরের কথা কিন্তু তারপরেও বুখারীর বরাত দিয়েই এটি বলা হচ্ছে।
মুহাদ্দিসগণের গবেষণা মতে এটি হযরত আলী (রঃ) থেকে বর্ণিত একটি কথা। যা সাধারণ অর্থে সঠিক নয়। যা হোক সতর্কী করণ উদ্দেশ্যে লেখাটি লেখলাম। আশা করি কারো না কারো কাজে আসবে।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন