লাইলাতুল ক্বদর
লিখেছেন লিখেছেন সত্যের ডাক ২৪ জুলাই, ২০১৪, ০৯:১৫:৩৯ রাত
রমাদানের রাতসমূহের মধ্যে অতি উত্তম রাত হল, লাইলাতুল ক্বদর। এই রাতে কুরআন মজীদ অবতীর্ণ হয়েছে। এটি অতি বরকতপূর্ণ রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহ তাঅালা বলেনঃ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ . وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ . لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ. تَنَزَّلُ الْمَلائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ . سَلامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ.
নিশ্চয় আমি লাইলাতুল কদরে এই কুরআন নাযিল করেছি। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন?। লাইলাতুল কদর হল, একহাজার মাস অপেক্ষা অনেক উত্তম। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। (সূরা কদর।)
অন্যত্র আল্লাহ তাঅালা বলেনঃ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ . فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ . أَمْرًا مِّنْ عِندِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ . رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ .
আমি এই কুরআন নাযিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে। আমিই প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা দুখানঃ ৩-৭)
লাইলাতুল ক্বদরে ইবাদতকারীর পূর্বের সকল পাপ ক্ষমা করা হবে। {সহীহ বুখারী, হাঃ ১৭৬৬।}
লাইলাতুল ক্বদরকে রমাদানের শেষ দশ তারিখের বেজোড় রাতগুলোতে তালাশ করা উচিত। {সহীহ বুখারী, হাঃ ১৮৭৪।}
অধিকতর সহীহ উক্তি মতে রমাদানের সাতাশ তারিখের রাত হ’ল, লাইলাতুল ক্বদর। অধিকাংশ হাদীসে একথাই বর্ণনা করা হয়েছে। {সহীহ আবুদাউদঃ ১২৪৭।}
লাইলাতুল ক্বদরের সৌভাগ্য থেকে বঞ্চিত ব্যক্তি বড়ই হতভাগা। {সহীহ ইবনু মাজা, হাঃ ১৬৬৭।}
লাইলাতুল ক্বদরে এই দুআ পড়া সুন্নাত-
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
‘আল্লাহুম্মা ইন্নাকা আ’ফুউন তুহিব্বুল আ’ফওয়া ফা’ফু আ’ন্নী’
অর্থাৎ হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাদেরকেও ক্ষমা করে দিন। {তিরমিযী, হাঃ ৩৭৬০।}
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন