আজ ফালগুন
লিখেছেন লিখেছেন বান্দা ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩০:৫৮ দুপুর
আসেন আমরা ফাগুন উৎসব পালন করি,আর উচ্চস্বরে ঘোষনা করি, ধর্ম যার যার ফাগুন সবার।
ফাগুন পালন করতে আপত্তি নেই, কিন্তু শর্ত ওই একখানই....বাংলা ১২ টা মাসের নাম সিরিয়ালী বলে যেতে হবে। যারা পারবে তারাই ফাগুন উৎসব করবে, না পারলে কানের নীচে......সরি..
এই মহান দিনে(দিনটি এই ঋতুর যে কোনো একটি দিন হতে পারে। মেয়েরা ফাগুনের রঙে সাজবে।
বি:দ্র: ফাগুনের রং বলতে কবি কি বুঝিয়েছেন তা বোধগম্য নয়। তবে এই মাসের রং হল লাল। কবি রথীন্দ্রনাথ রায় তার শেষের কবিতা নামক কাব্যগ্রন্থে এই রঙের কথা উল্লেখ করেছেন।
এদিন নারী-পুরুষ অথবা সমকামীরা রাস্তায় হাত ধরাধরী করে চলবে। এটি বাধ্যতামূলক। প্রয়োজনে এই বিষয়ে সংসদ ভবনের ভেতর স্বরসতি পুজো করে ফিতা কৃমি কেটে আইন উদ্বোধন করা হবে।
কিছুদিন আগে ভালবাসা দীবস হয়ে গেছে কিন্তু মানিকের মত কেউ ধর্ষনে সেন্সুরী করতে পারেনি। জাতীয় পদক তাই বাজেয়াপ্ত হয়ে গেল। শোনা যাচ্ছে পদকটি গোপনে তৈরী হয়েছে এবং একাধিক নেতা,কবি,সুশীল,ছাত্র রাজনীতিক সেটি গোপনে পাবার জন্যে দৌড় ঝাপ করছে। তবে তারা তসলিমা নাসরিনের মত কিছু মালের ভয়ে আছে। জাতির হাড়িগুলোর মুখে ঠোক কাটা ওই মহিলাই কালি ঘষে। সে দেশে ফিরতে না পেরে সব গোপন তথ্য ফাস করে দেওয়ার মনস্ত করেছে।
সবশেষে পুলিশ নামক আজগুবি এক প্রানী থেকে এড়িয়ে চলুন,নইলে উৎসব উড়ে যেতে পারে। শুনেছি এদের কাছে বন্দুক থাকে আর রাজনৈতিক নেতারা সেটার ট্রেগার পূর্বেই টিপে ওদের হাতে প্রদান করে,ফলে তারা যেখানে থামছে ,সেখানেই গুলি বের হয়ে যাচ্ছে অটোমেটিক।
সবশেষে বইমেলা ঘুরে আসুন। বই সম্পর্কে ধারনা না পেলেও নারীর বহিরাবরণ সম্পর্কে একটা থিসিস লিখে ফেলার মত জ্ঞান অর্জিত হবে আশা করা যায়।
পড়া শেষ হয়ে থাকলে আওয়াজ বন্ধ করে মাথার নীচে একটা থান ইট দিয়ে লম্বা হয়ে ঘুম লাগান। যত ঘুমাবেন ততই স্বপ্ন দেখবেন। জাতি হবে স্বপ্নবাজ। এতে আপনারা বাস্তবতা ভুলে থাকতে পারবেন,বলে ধারনা। ভাল থাকেন,,থান ইট আছে তো ? আবার রাগ করে শাসকের মাথায় মেরে দিয়েন না। ওটা আপনার বালিশ ! কিছু না পারলে নিজের মাথায় বালিশ মারেন।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার্থ ডে ,ম্যারিজ ডে বা থার্টি ফাষ্ট নাইটকে কে আমরা বিজাতীয় ক্যালচার বলি ,পহেলা বৈশাখ , পহেলা ফালগুন এটা কি বাংগালী
ক্যালচার ভাইয়া?
আমি কোন টাকেই সমর্থন করি না আমি মুসলিম আমি বছরে দুইটা ঈদ পালন করি ।
ধন্যবাদ ভাইয়া ।
আল হাক্কু মুত্তাকাসুর,হাত্তা জুরতুমুল মাকাবীর
"সম্পদের প্রতিযোগীতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রাখে,যতক্ষন না তোমরা কবরে উপনিত হও- সূরা তাকাসূর ১-২
মন্তব্য করতে লগইন করুন