হাউস ও ওয়াইফ
লিখেছেন লিখেছেন বান্দা ০৮ জানুয়ারি, ২০১৬, ০৯:৪৫:১৩ রাত
মাঝেমাঝে, আমি নিজেও এই ভুলটা করি
হয়তো কোনও ভদ্রলোকের সাথে কথা বলছি, এক পর্যায়ে জিজ্ঞেস করলাম “ভাবি কি করেন? কোথাও কিছু করছে? নাকি হাউজ-ওয়াইফ”
... চরম কাণ্ডজ্ঞানহীন একটা প্রশ্ন এটা
“কোথাও কিছু করছে? নাকি হাউজ-ওয়াইফ???”
বাসায় সে কি করছে আমরা কি দেখছি না?
নাকি দেখেও না দেখার ভান করছি?
সকালে বাসার সবার রুটি বানানো থেকে শুরু করে... মেয়েদের স্কুলের টিফিন রেডি করে... তাদের রেডি করে ... তাদের চুল সুন্দর করে বেঁধে সময়মত স্কুলে পৌঁছে দেয়া
আর আমি নবাব; চুল আউলাঝাউলা করে উঠে বলি, “আজ পরোটা নাই?”
ধ্যাম্রা আমি, সকালে নাস্তার টেবিলেও সুইট ডিস খুঁজি... “সুজি নাই আজকে?”
সে দৌঁড়ে পাউরুটিতে জেলি লাগিয়ে দেয়
কচকচ করে গুঁড়ামুড়া ছিটায়ে আমি টোস্ট করা পাউরুটি খেয়ে অফিসে চলে আসি
তারপরেও সে হাউজ-ওয়াইফ??
সারাদিন অফিসে থাকি
সন্ধ্যায় লাট সাহেবের মতো বাসায় এসে বলি, ‘বিকালের নাস্তাটা আজকে অনেক পুওর হইসে’
রাতে খেতে খেতে বলি, ‘টমেটো কৈ... সালাদ ছাড়া খাওয়া যায়??’
‘তরকারীর সংখ্যা কম লাগে কেন? ... টেবিল তো ভুইত্তামারা কিনাইছ?’
বউ সাথে সাথে বলে, “ডিম ভেজে দিবো?”
রাতে চিত্তয়ে ঘুমাই... খাটের ৪ টা বালিশের মধ্যে ৩ টাই আমার হাত-পা-মাথার নিচে
নিজের জুতাটা নিজে রং করিনি কোনদিন
কিন্তু একবার ভাবিনি, জুতাটা কি অটো রং হয়ে আসছে?
মাঝে মাঝে রেডি হতে হতে বউকে খোঁচা দিয়ে বলি, “মোজার ডিভোর্স রেট কি বেড়ে গেছে নাকি? দুইটা দুই রকমের মোজা কেন?”
হাসিমুখে সে উপুত হয়ে ড্রয়ার থেকে মোজা মিলিয়ে দেয়
তারপরেও কেউ ... ‘ভাবি কিছু করেন? নাকি হাউজ-ওয়াইফ’ প্রশ্ন করলে গায়ে লাগে না
মুখ চোখা করে তার সামনেই বিস্কুট চিবাতে চিবাতে বলি, “হু বাসাতেই থাকে... হাউজ-ওয়াইফ”
... সেই আমলে, এমএ পাশ করা আমার মায়ের কথা যখন আব্বাকে কেউ চা খেতে খেতে জিজ্ঞেস করত, ‘ভাবি কি করেন? কোথাও কিছু করছে? নাকি হাউজ-ওয়াইফ’
তিনি উত্তর দিতেন, “না হাউজ ওয়াইফ না... সে আমার দুই ছেলেকে মানুষ করে... তাও বিনা বেতনে
সে হাউজ-ওয়াইফ না... সে ৩ টা স্বপ্ন পুরনে ব্যস্ত ... আমি কর্মজীবী বাট সে স্বপ্নজীবী
সে একাধারে আমার হাউজ এবং ওয়াইফ, দুটাই
শব্দ দুটোর মাঝে গ্যাপ দিতে হবে ভাইসাহেব... হাউজ এবং ওয়াইফ
আর আপনার ভাষায়, আমাকে-আপনাকে বলতে পারেন ‘outhouse husband’ ... হাহাহা
এ কি ... বিস্কুট চিবানো থামায় দিলেন যে?”
সংগৃহীত
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন