সৌদি আরবে কর্মী যাওয়ার কাহিনী নিয়ে আর কত তামাশা ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩৮:৩০ দুপুর



সৌদি আরবে কর্মী যাওয়ার কাহিনী নিয়ে আর কত তামাশা ?

সৌদি আরবে বাংলাদেশী নিয়োগ করা হবে । খবর বেশ ভালই প্রচার করে জনগণকে ধোকা দিয়েছিল আওয়ামিলীগ।

২০০৮ সাল থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নেয়া প্রায় বন্ধ রেখেছে। যদিও এই দেশটি বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার।

মানুষের জীবন জীবিকা নিয়ে প্রহসন। আবেগ নিয়ে তামাশা।

মাসে ১০ হাজার কর্মী যাবে সৌদি আরবে

গৃহস্থালি কাজের জন্য বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার কর্মী নিতে চায় সৌদি আরব। এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, কর্মীদের কোনো টাকা লাগবে না। তবে অভ্যন্তরীণ প্রস্তুতির জন্য প্রত্যেকের ২০ হাজার টাকা পর্যন্ত প্রয়োজন হবে। সোমবার সফররত সৌদি আরবের আন্তর্জাতিক শ্রমবিষয়ক উপমন্ত্রী আহমেদ আল-ফাহাইদের সঙ্গে বৈঠকের পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব একেএম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র - http://www.jugantor.com/first-page/2015/02/10/218323

সৌদি আরব বাংলাদেশ থেকে ১২টি ক্যাটাগরিতে বিনা খরচে লোক নেবে বলে প্রচার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।



http://www.arthosuchak.com/archives/152497/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE/#.VOWzCfnF-Lk

এদিকে সরকারের এমন প্রচারে নিবন্ধন কেন্দ্রে গিয়ে লাখ লাখ মানুষের ভোগান্তির পর মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুটি প্রচারই ছিল ভুল ও বিভ্রান্তিকর। তবে নিজেদের ভুল স্বীকার না করে মন্ত্রণালয় ও বিএমইটি বলছে, তা ‘মানুষের বোঝার ভুল’।

সর্বশেষ গত সোমবার শুরু হওয়ায় ৪ দিনের ডিজিটাল মেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবে যেতে ইচ্ছুকদের নিবন্ধন করানো হবে বলে রোববার গেজেট প্রকাশ করে বিএমইটি। গেজেটে আরও বলা হয়, মেলার পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি ও জেলা জনশক্তি রপ্তানি অফিসেও এ নিবন্ধন করা যাবে।

সাত দিন পর একই ব্যক্তির মুখে সুর পাল্টিয়ে অন্য কথা

তার পর আবার সুর পাল্টিয়ে নতুন তথ্য

সৌদি আরবে কর্মী যাওয়ার নিবন্ধন শুরু হয়নি

সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি। দেশটি থেকে ডিমান্ড (চাহিদা) আসলে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রেজিস্ট্রেশন শুরু না হলে সৌদি আররে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের তথ্য জানিয়ে পত্রিকায় জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বিজ্ঞাপন দিয়েছে কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিজ্ঞপ্তিতে তো শুধু সৌদি আরবে যাওয়ার জন্য নাম নিবন্ধনের কথা বলা হয়নি। বলা হয়েছিল সৌদি আরবসহ অন্যান্য দেশের কথা।



সূত্র - http://www.jugantor.com/current-news/2015/02/17/222356

ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা , ১০ টাকায় চালের কথা। বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। হাজার হাজার প্রতারণা নিয়েই চলছে আওয়ামিলীগ।

বিষয়: বিবিধ

৩৫৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305174
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১২
হতভাগা লিখেছেন : বেসিক জিনিস হল যে , এই সরকারকে সৌদিসহ আরব দেশগুলো পছন্দ করে না । আর বাংলাদেশের বৈদেশিক শ্রম বাজারের ৮০% এসব দেশেই ।

নিজ দেশে যদি সঠিক কর্ম সংস্থান করাতে পারতো তাহলে এসব দেশের করুনার পাত্র হয়ে থাকতে হত না ।
305177
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
305189
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
অনেক পথ বাকি লিখেছেন : সরকার যদি নিতে পারে তাহলে এটা তো আমাদের জন্য ভালো
305217
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
সাদাচোখে লিখেছেন : আমি ব্যাক্তিগতভাবে মনে করিঃ
১। গৃহকর্মী হিসাবে কোন মহিলার সৌদি যাওয়া মানে সৌদীদের যৌনদাসীতে পরিনত হওয়া। কারন এজাতীয় মেয়েদের জন্য সৌদি আরবে যথাযথ আইন যেমন নেই - তেমনি শরিয়া ও এ ব্যাপারে ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু বলেনি। সো প্রতিটি নারী তার কর্তার ইচ্ছা ও রুচীর দাস এ পরিনত হবে।
২। মুসলিম নারীর জন্য অর্থ উপার্জন ফরজ নয়। বরং তার জন্য স্বামী, সন্তান ও সংসার দেখাশোনাকে বাধ্যতামূলক করা হয়েছে। একজন নারী এভাবে অন্য দেশে যাওয়া মানে সে তার স্বামীকে যেমন বিপথে ঠেলে দিচ্ছে - সমরূপে সন্তানকে গুন্ডা বদমাশ ও চোর ডাকাত হতে বাধ্য করছে।
৩। বাংলাদেশী একজন নারী স্বাধীন। সৌদি আরবে যাওয়া অমন নারী লিটারেলী বন্দী জীবনে যাবে - ঠিক যেমন দাস প্রথার সময় দাসীরা ছিল। শুধু মাত্র টাকার জন্য দেশ ত্যাগ না করে আল্লাহকে ভয় পাওয়া অনেক বেশী লাভজনক, অনেক বেশী সুবিধাজনক।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
246914
সাজেদুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১১
246915
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ইসলামের ধর্মের শরিয়া শাসিত বর্বর সৌদি আরবে নারী কর্মী পাঠানো কখনো সর্থন করা যায় না।

শুধু মাত্র টাকার জন্য দেশ ত্যাগ না করে আল্লাহকে ভয় পাওয়া অনেক বেশী লাভজনক, অনেক বেশী সুবিধাজনক।

আল্লাকে ভয় পেয়ে বসে থাকলে নারীর পেটে ভাত জুটবে না ভাই। নারীকে স্বাধীন, কর্মক্ষোম এবং স্বাবলম্বি হতেই হবে।
305222
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১২
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ইসলামের ধর্মের শরিয়া শাসিত বর্বর সৌদি আরবে নারী কর্মী পাঠানো কখনো সর্থন করা যায় না।

305226
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : এটা সিরিয়াল নাটকের একাংশ৷৷ পরেরটার অপেক্ষায়৷
305245
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তামাসা ছাড়া এই সরকার কি আর দেখাতে পারে!
305250
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৩
অভিমানী বালক লিখেছেন : এটা হচ্ছে মেঘা সিরিয়ালের একটা অংশ,
গাছে কাটাল গোপে তেল,
বর্তমান সরকারের সব কয়টা মন্ত্রী হচ্ছে মাতাল,আর আমরা হচ্ছি আরো বড় মাতাল।
কারন আমরা ভালো করে কিছু বোঝার আগে লাফালফি শুরু করি।
মনে রাখতে হবে যার কোম্পানীতে চুরির অভিযোগে আট জন বাংলাদেশীকে ফাসিতে ঝুলানো হয়েছিলো,সে ব্যাক্তি বর্তমানে সৌদি আরবের বাদশা।
305539
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩২
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ঠিক বলেছেন ।
১০
305892
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪২
মানবাধিকার চা্ই লিখেছেন : সরকার যতই সফলতা দেখানোর চেষ্টা করুক না, জনগন ঠিকই সুযোগের অপেক্ষায় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File