আমার দেশ বাংলাদেশ ৪
লিখেছেন লিখেছেন আবদুল হাদি ২৯ জুলাই, ২০১৩, ০৯:৩৮:১৯ রাত

একটি কবিতা দিয়ে শুরু করছি,
"আমাদের সব লোকে বাসিবে ভালো
আমরাও সকলেরে বাসিবো ভালো
রবেনা হিংসা দ্বেষ
দেহ ও মনের ক্লেশ
মাটির এ পৃথিবী হবে স্বর্গধাম"।।
যে কোন দেশের উন্নয়নের জন্য পরস্পরের প্রতি আন্তরিকতা,মায়ামমতা, ভালোবাসা,সহযোগিতা,ক্ষমা ও সহমর্মিতা গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।
'৭১ সালে পাকিস্তানী শাসকচক্রের হাত থেকে দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় "আমার দেশ বাংলাদেশ" তথা স্বাধীন সার্বভৈাম বাংলাদেশ।
বাঙ্গালী জাতীর অভিস্বরনীয় নেতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান সে দিন বুজেছিলেন বলেই ঘোষনা দিয়েছিলেন,"বাঙ্গালী জাতী জানে কিভাবে ক্ষমা করতে হয়"।এবং ক্ষমা করে দিয়েছিলেন ১৯৩ চিহ্নিত পাকিস্তানী যুদ্ধাপরাদীকে।যারা আমার দেশ বাংলাদেশে যত্তসব অপকর্ম করেছিলো।
কিন্তু আজ বাংলাদেশে যারা শাসনক্ষমতায় তারা সেটা বুজতে পারেনি।ফলে তারা অপরাধীদের না ধরে বা ধরার দাবী না করে, বরং যারা দেশে সবার কাছে সন্মানীত তথা আলেম ওলামাদের অভিযুক্ত করছে এবং জ্যুডিশিয়ালা কিলিং এর প্রচেষ্টা চালাচ্ছে।।
কোন বিবেকবান মানুষ অন্যায়কে সহ্য করতে পারেনা,কারন যে অন্যায় করে এবং যে সহে উভয়ই সমান অপরাধি।
আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করি।
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন