খাদিজার পিতার করুণ পরিণতি!

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৯ জুলাই, ২০১৩, ০৯:৪৩:৫৮ রাত

সাভার ট্রাজেডির এক হতভাগিনী হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজলার মন্মথপুর ইউপির তাজনগর

মাঝাপাড়া গ্রামের মেয়ে হতভাগিনী খাদিজা। তিনি মরে গিয়ে মানুষের বিষাক্ত যন্ত্রণা হতে মুক্তি পেলেও মুক্তি পাইনি তার হতদরিদ্র পিতা! খাদিজার পরিবারকে ক্ষতিপুরন হিসেবে বিভিন্ন এনজিও ও সরকার কর্তৃক ২ লাখ প্রদান করে। এই টাকা তার পিতা আমির উদ্দিন এলাকার

প্রভাবশালী ও মন্মথপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসান আলীর কাছে গচ্ছিত

রাখেন। টাকা নিয়ে খাদিজার স্বামী ও পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হলে সাবেক

চেয়ারম্যান হাসান আলী খাদিজার মা হাসনা বেগম ও স্বামীকে ২৫ হাজার

করে ৫০ হাজার টাকা প্রদান করেন। এই টাকা নিয়ে পারিবারিক কলহের জের

ধরে মনের দুঃখে খাদিজার পিতা আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

মরার টাকাও এই দেশের প্রভাবশালী নেতারা মেরে খাই! এইদেশে কি গরিবের জন্য কোন বিচার নাই?

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File