দরকার ইসলামপন্থিদের শক্তিশালী জোট!!!

লিখেছেন লিখেছেন ঘোষণা কবি ১২ মে, ২০১৩, ০১:৫২:৩৭ রাত



এর আগে একটা পোস্ট গিয়েছিল যে, মতিঝিলের গণহত্যার দায় খালেদা জিয়ার। এটা অবিশ্বাস্য এবং মানতে কষ্ট হলেও বাস্তবতা তাই বলছে!

এখন আমাদের করণীয় কী, বিশেষ করে যারা ইসলামপন্থি!

আসলে আওয়ামী লীগ বিএনপি দু’টো দলই ক্ষমতার রাজনীতি করে, অন্য দিকে আদর্শের রাজনীতি করে ইসলামপন্থি এবং বামপন্থিরা।

আওয়ামীলীগেও বামপন্থিদের চর আছে, বিএনপিতেও বামপন্থিদের চর আছে যারা মতিঝিলের গণহত্যার জন্য প্রধান দায়ী। এই আওয়ামীলীগ ও বিএনপির ওপর সওয়ার হয়ে বামপন্থিরা ইসলামপন্থিদের কৌশলে খতম করার পথ নিয়েছে।

ইসলাম ও ইসলাপন্থিদের অস্তিত্ব রক্ষায় এ দু’টো মুনাফিক দলকেই বর্জন করে ইসলামপন্থিদের মধ্যে বড় ধরনের জোট জরুরি। সামান্য ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে ইসলাপন্থিরা যদি জোট বাধতে পারে তবে নব্বই শতাংশ মুসলিম দেশে মুনাফিকরা মুসলিমদের রক্ত নিয়ে রাজনীতি খেলতে পারবে না।

জোট গঠনের ডাক দিতে পারবেন জামায়াত নেতা, হেফাজত নেতা কিংবা চরমোনাই পীর সাহেব! মুসলমানদের অস্তিত্ব রক্ষায় এই ঐক্য ভীষণ জরুরি।

নতুবা বামপন্থি কমিউনিস্টদের কূট-কৌশলের কাছে চরমভাবে পরাজিত হবো আমরা।

আল্লাহ সহায় হোন!

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File