চূয়ান্ত শিরোনাম কেটে ফেলে! (বিষেশ একজনকে উৎসর্গিত) যিনি তার দেওয়া কথা রেখেছেন এবং প্রমাণ করেছেন!

লিখেছেন লিখেছেন ঘোষণা কবি ২৭ জুন, ২০১৩, ০৭:২৩:০৬ সন্ধ্যা



‘আমাদের যদি দুনিয়াতে পাঠাইবে-তবে কেন আলাদা করে দিন-ভিখারি দুনিয়াতে পাঠাইলে!’ মাঝে মাঝে খুব বেশি কষ্ট হয় বিধাতার ওপর! যখন আমার কানে ভেসে আসে আমার সবচেয়ে কাছের মানুষগুলোর দুরবস্থা কিংবা মহাবিপদের কথা! ক্যাম্পাসে পা রাখার প্রথম দিন থেকে যে মানুষগুলো আমাকে সকাল সন্ধ্যা চলতে ফিরতে বলেছেন শিখিয়েছেন, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন (এখন সঙ্গ দিচ্ছেন) আমি তাদের জন্য কিছু করতে না পারলেও মনের দিক থেকে ভালবাসার কোনো কমতি নেই এককথায় বলা চলে নির্দিষ্ট কিছু বন্ধুর জন্য হৃদয়ের সমস্ত দেনা-পানা জমাট বেঁধে গেছে! ক্যাম্পাসের ফটক থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহুর্তে তাদের সাথে আমার বিচরণ! বন্ধুদের মধ্যে কেউ কেউ ইতোপূর্বে রাষ্ট্রের সর্বোচ্চস্থান পর্যন্ত বিচরণ করার সুযোগ হয়েছে! সবাই এখন মিডিয়াকর্মী! খুব দাপুটেই চলছিল সবার বাস্তব জীবন আর স্বপ্ন বাস্তবায়নের গন্তব্যের দিকে ছুটে চলার দিনগুলো! বলা চলে স্বপ্ন বাস্তবায়নে সবাই নিরলসভাবে একাত্ম! এতদিন ভাবতাম সবার মিলটা বুঝি কেবল মনের একাত্নে একক কেন্দ্রবিন্দু আর স্বপ্ন বাস্তবায়রেন লক্ষ্যে! কিন্তু এখন দেখছি না, জীবনের প্রতিটি ক্ষেত্রে সবাই একককেন্দ্রবিন্দুর সন্ধান পেয়ে গেছি! মজার বিষয় হচ্ছে এক এক করে সবাই বেকার হয়ে রাস্তায় বসতে শুরু করেছি! প্রথমে আমি, তারপর সে, তারপর ও, অত:পর সবাই এখন দিন ভিখারি! ছাত্র জীবনের শেষ পর্যায়ে এসে সবাই নির্বিকার হয়ে গেলাম! তবে কেউ ই হতাশ হয়নি এটা স্পষ্টভাবেই বলা যায়! জীবনের চরম ক্লান্তিলগ্নে এসেও গতকাল দু’জন সুস্পষ্টভাবে প্রায় এভাবেই বলেছিলেন ‘তো কি হয়েছে? এটা নেই তো অন্যটা হবে! ক্যাম্পাসে আসার পর থেকে কেউ আমাদেরকে পথ দেখাতে হয়নি বরং নিজেরাই নিজেদের পথ খুঁজে নিয়েছি! যেহেতু আমাদের জীবন সংগ্রামের বিষয়টা শিখা হয়ে গেছে তো আমাদের কেউ ধাবিয়ে রাখতে পারবে না! (এই কথাগুলো একটু আগে চুয়ান্ত সত্য হিসেবে প্রমাণ করেছেন বক্তা নিজেই)!

বাকি বন্ধুদের মধ্যে এক তুখোড় সাংবাদিক তো এই বলে হাফ ছেড়েছেন যে, যাক চাকরিটা হারিয়ে ভালই হলো! এবার বুঝব! গত চার বছর চাকরি করে টাকা জমানোর বিষয়টা যেহেতু একবার মাথায় খেলেনি এবার সেই অধ্যায়টাও জানা হয়ে গেল! এবার বাস্তবায়ন করেই ছাড়ব! সামনে পা বাড়াও…!!!

(বি:দ্র: লেখাটি শেষ করার একটু আগ মুহুর্তে এক বন্ধুর সুসংবাদ কানে বাড়ি দিল তাই আজকের লেখাটি কেবল তাকেই উৎসর্গিত)!!!

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File