‘পৃথিবীতে কে কাহার’.....!

লিখেছেন লিখেছেন ঘোষণা কবি ২৮ মে, ২০১৩, ০৬:৩৩:২০ সন্ধ্যা



লিখক: অর্ণব

পৃথিবীতে কে কাহার’ গত বছর বই মেলায় উপন্যাসসিক মোহিত ভাই কথাটি বেশ বলেছিলেন এমনকি একটি বইও ইতোপূর্বে লিখে ফেলেছেন এই কথাটির ওপর ভিত্তি করে! সত্যি বলেছেন মোহিত ভাই নশ্বর এই পৃথিবীতে কে কাহার সেটাই কেউ জানে না! আবেগ আর বাস্তবতার কথা আপনি বেশ বলেছেন! তবে আমার যেটা মনে হয়েছে আবেগ আর বাস্তবতা এপিট ওপিট! যেটা আপনার কাছে আবেগ সেটা আমার কাছে বাস্তব! আপনি যদি আমার বাস্তবতাকে আবেগ বলে মুচকি হাসেন তবে সেটা আপনারই অবহেলা! আমার বলার কিছুই থাকল না! আমার মতে কোনো আবেগ ই বাস্তব নয় আবার সব আবেগই বাস্তব! আমি পুরো জীবনে একজন মানুষের কথা ভূলব না! সথ্যিই ভূলব না! সত্যিই ভূলব না! আজ আপনাকে কথা দিচ্ছি মৃত্যুর একমুহুর্ত আগেও আমি তাকে ভূলব না! যদিও সে ছিল আমার সম্পূর্ণ অজানা, অদেখা, অপরিচিত এবং কাল্পনিক জগতের একজন অবাস্তব মানুষ! সত্যি কথা কি তার কাছ থেকে আমি খুব অল্প সময়ে যা কিছু পেয়েছি তা আমার বাস্তব জগতের মানুষটিও কোনোদিন দিতে পারবে বলে আমি মনে করি না! কারণ বাস্তবতার সংজ্ঞা আমি জানি ‘যে তোমার দুর্দিনে কিংবা দুরবস্থা অথবা সংকটাপন্নপরিস্থিতিতে তোমার পাশে এসে দাঁড়ায় সেটাকে কেবল বাস্তবতাই বলেনা বরং বাস্তব প্রকৃত পরম আপনজন! বলে বা লিখে সেই কথাগুলো আমি কাউকে বুঝাতে পারব না! তাই প্রকাশ করে তাকে ছোট করতে চাইছি না! শুধু এইটুকু বলছি সব হারিয়ে একজন মানুষ যখন নর্দমার গর্তে পড়ে গিয়েছিল ঠিক সেই মুহুর্তে এই অবাস্তব আবেগী মানুষটি এসে তাকে সেই গর্ত থেকে টেনে তুলল! দায়িত্বটা এখানেই শেষ করে চলে যান নি বরং সকাল সন্ধ্যা পাশে থেকে আশার আলো জুগিয়েছে এক জরাজীর্ণ প্রাণে! যে চরম বাস্তবতাকে অস্বীকার করে নিজের আনন্দ আবেগের আসক্তির পদতলে মিশে দেয় আর তার স্থলে অন্য এক অকল্পনীয় আবেগময়ী এসে সেই আবেগকে বাস্তবরূপে সজ্জিত করে তোলে তাহলে এখন আপনি বলুন আমি কোনটাকে আবেগ বলব আর কোনটাকে বাস্তব বলব? আমার কাছে এখন আবেগটাই মনে হচ্ছে চরম বাস্তব! আর ওটা ছিল ঘৃণ্য আবেগ! আপনি যেমন হাফ ছেড়েছেন ‘পৃথিবীতে কে কাহার’ বলে তাই আজ আমিও তেমনি হাফ ছাড়ছি ‘পৃথিবীতে কে কাহার’ বলে! তবে চরম বাস্তবকে তো আর অস্বীকার করতে পারি না! তাই আজ হৃদয় অন্তস্থল থেকে তার জন্য সকল ভালবাসা ও প্রভাত ফেরিতে ফোটা সকল গোলাপকলির বিমহিত উষ্ণ আবেগের সম্ভার্ষণ!

প্রযন্তে: (M.N)

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File