মখা the লুলু পাগলঃ উদ্ধারে Golla - ছবির নাম "পাগল the সার্চ"
লিখেছেন লিখেছেন রক্তলাল ১২ মে, ২০১৩, ০১:৩৮:০৫ রাত

গোল্লা পাইল খুইজা তার মেলায় হারানো ভাইরে,
"মখা, the লুলু পাগলা" ওরে আমার লগে আয়রে।
জনগণ তর বলদামীতে আছে ভীষণ চেইত্তা,
জাত ভাইয়ের দুর্দিন তাই, বুক যায় মোর ফাইট্টা
হেলান দিতেই দালান নাকি পইরা গেল ঝইরা,
এমন পাগল, তুই আমার ভাই হইলি কেমন কইরা।
বুঝলাম আমি গোল্লা পাগল, জাতেই পাগল ভাই,
বিদ্যান হইয়া তুইও পাগল, লজ্জা শরম নাই?
টেকা কি সব গাছে ধরে, খরচা করলি পড়তে,
পাগল হইয়াও লজ্জা করে, ভাইটা স্বীকার করতে।
জলদি চল তুই আমার লগে পাবলিকে না আইতে।
তর ভাবি রানধে কাউয়া বিরানি, ডাকতাসে তাই খাইতে।
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন