তোমার অপেক্ষায়

লিখেছেন লিখেছেন হায়দার সুমন ০৪ অক্টোবর, ২০১৩, ১১:৩৭:২১ রাত

ভ্রান্তির অবকাশে অপেক্ষায় আছি

তোমার জন্য - সতৃষ্ণ নয়নে,

শেষ বিকেলের বৃষ্টির ছোয়ায়

সাদা মেঘের শুভ্র আবরণে।

কাশফুলের ঢেউয়ে আঁকি

হৃদয়ের অস্ফুট ক্রন্দন,

সবুজ দূর্বা হয়ে আমি-

করবো তোমায় স্নিগ্ধ আলিঙ্গন।

তোমার জন্য অকুণ্ঠিতচিত্তে

দান করবো শিশির স্নাত রোদ্দুর

এক নিঃশ্বাসে পাড়ি দিব

আগুন ঝরা নিস্তব্ধ-নিঃসঙ্গ দুপুর।

শেষ বিকেলের ছায়া হয়ে

তোমার জন্য অন্তহীন অপেক্ষায়,

রংধনুর রং-এ হোলি খেলি

নীল আকাশের বিশালতায়।

ঘরফেরা পাখিদের কিচির মিচির

সদ্য প্রসূত আঁধার-মন চঞ্চল,

সন্ধ্যা প্রদীপের মিটিমিটি আলোয়

করবে তোমায় বিহ্বল।

রাতের আকাশে মেঘ আর জোস্না

মগ্ন দু'জনে বজ্রলীলায়,

জোনাকির আলোয় করবো স্নান

অনন্তকাল তোমার অপেক্ষায়।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File