শঙ্খমালা, ক্লান্তিকে ঘুমাতে দাও

লিখেছেন লিখেছেন হায়দার সুমন ১৮ মে, ২০১৩, ১২:২৭:৫৫ দুপুর

শঙ্খমালা, ভালোবাসা বেসাতি করোনা চন্দ্রালোকে

রাতের শিশিরে শুদ্ধ হয়ে কামনার অনলে।

আঁধারকে বহন করে আসো শঙ্খমালা- রজনীযোগে,

পাতা ঝরে যাওয়া প্রাণহীন শীর্ণ বৃক্ষতলে।

অবেলায় জোনাকপ্রদীপ আলোয় তোমার,

শুকনো ফুলের নিশীথ পুজার বৃথা আয়োজন।

বরং ঘাসফুলে ছুঁয়ে দাও তোমার প্রাণ,

ক্লান্তিকে ঘুমিয়ে দিয়ে- নিষিক্ত করো দু'নয়ন।

বিষয়: বিবিধ

১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File