প্রতিচ্ছবি

লিখেছেন লিখেছেন হায়দার সুমন ১৭ মে, ২০১৩, ০৮:১৯:৪৫ রাত

বিরহ বিরসে এই দিবসে

আমার মন উড়ে যায় অচিন ঠিকানায়

অঝোর বৃষ্টিতে ভিজে - কাদা হয় মন,

রঙ্গিন হয়ে যায় হাতের পেয়ালা

আঙ্গুলের ডগায় ওড়ে নিকোটিনের ধোঁয়া

পুড়ে যায় চৈত্রের খাঁ খাঁ তপ্ত অন্তর

তবু নিরন্তর চেষ্টায় কিছু খুঁজি -

...................................................

ছায়ার ভিতর আমার প্রতিচ্ছবি।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File