নোংরা রাজনীতি

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ০৪ অক্টোবর, ২০১৩, ১১:০৮:১৯ রাত

আর মাত্র ২০ দিন, তারপর ২৪ অক্টোবর পেরিয়ে ২৫ অক্টোবর।তারপর রাজনৈতিক পরিস্হিতি হয়ে উঠবে উত্তপ্ত। কেড়ে নেওয়া হবে মানুষের সুখ-শান্তি। যদিও মানুষের সুখ-শান্তি অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে, তবুও যতটুকু অবশিষ্ট ছিল তা আর থাবেনা। আগে দেখতাম একজন মা তাঁর ছোট্ট সোণামনিকে স্কুলে পাটিয়ে বা দিয়ে এসে ঘরের কাজ কর্মে ব্যাস্ত থাকত। এখন দেখি ছোট্ট সোণামনিকে স্কুলে পাটিয়ে মা দুশ্চিন্তায় মগ্ন থাকে। কখন কি হয়ে যায়, কোন মিছিল মিটিং বা মারপিটে মঝখানে পড়ে যায় কি না, এই একজন অভিবাবক কে সন্তান ঘরে না আসা পর্যন্ত চিন্তিত থাকতে হয়।আর এই ছোট্ট সোণামনিরা আমাদের নোংরা রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছে। অতচ, এই ছোট্ট সোণামনিরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই হবে জাতির কর্ণধার।কে জানে, এই ছোট্ট সোণামনি হতে পারে একজন বৈজ্ঞানী, ব্যারিষ্টার, বিচারপতি, ডাক্তার, রাজনীতিবিদ বা রাষ্ট্রপ্রধান। যদি এরা আমাদের নোংরা রাজনীতির দ্বারায় প্রভাবিত হয়, তাহলে নিশ্চিত আমাদের ভবিষ্যত অন্ধকার। আমরা কি পারিনা আমাদের ভবিষ্যতকে সুন্দর করে সাজাতে? অবশ্যই পারি কিন্তু আমাদের সদিচ্ছার অভাব।আমাদের রাজনীতিবিদদের মাঝে দেশ প্রেমের অভাব রয়েছে। অতচ, দেশের উন্নয়নের মূল চাবি হল দেশপ্রেম।যার অন্তরে দেশের প্রতি সমান্যটুকু হলেও মায়া আছে সে কখনো দেশের ক্ষতি চাই না, সে সর্বদায় দেশের উন্নয়ন কামনা করে। উদাহারুনসরুপ বলা যায়, বছরখানেক আগে এক ইন্ডিয়ান তামিল মুসলিমের সাথে সাক্ষাত হল, ওনার বয়স আনুমানিক ৭০ হবে।দেশপ্রেম কাকে বলে তার কাছে দেখলাম।সে মালয়েশিয়ার সাবেক সফল প্রধানমন্ত্রী ডক্তর মহাথির মোহাম্মদের নাম ধরে গালি দিয়ে বলল যে , আগে যিনি মালয়েশিয়ার রাষ্টপ্রধান ছিলেন তিনি সব ব্যাবসা-বানিজ্য ইন্ডিয়ার সাথে করত, ডক্তর মহাথির মোহাম্মদ ক্ষমাতায় আসার পর সব ব্যাবসা-বানিজ্য চীনমুখী হয়ে গেল।একটু চিন্তা করুন, এই ভদ্রলোকটা হল এক, মুসলিম দিত্বীয়ত, মালয়েশিয়ার সিটিজেনসিপ। অতচ মুসলমানরা ভারতের সরকার ও হিন্দুদের দ্বারায় কত নির্যাতিত-নিপিড়িত এবং তিনি মালয়েশিয়ায় মোটামুটি সেটেল্। এই ভদ্রলোকের মুখ থেকে যে কথাটা বের হয়েছে তা সামন্য হলেও এর তাৎপর্য বহন করে। সেটাই হল দেশপ্রেম।

আসুন আমরা দেশকে ভালবাসতে শিখি। এই নোংরা রাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করতে চেষ্টা করি।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File