সোনার ছেলে বলে কথা আছে না এ গুলো না করলে ছাত্রলীগ কি ভাবে হয়।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৫:৫৫ বিকাল
ছাত্রলীগ করলে ধর্ষণ করতে হয়, জানেন না ছাত্রলীগ সব জায়গায় ধর্ষণ করে, আমরা বাকি থেকে লাভ কি' - ইভটিজিংয়ের দায়ে আটক কর্মীকে ছাড়িয়ে নিতে এমন করেই পুলিশকে ধমকালেন টঙ্গীর ছাত্রলীগের নেতা-কর্মীরা
ঘটনার সংশ্লীষ্টরা জানান, টঙ্গীতে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠে। এ ঘটনায় মেয়ের পিতা মনির হোসেন বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি অভিযোগ করেন।
পুলিশ ও ইভটিজিংয়ের শিকার মেয়ের পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর ধরে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুক্তিকে কলেজ গেইট এলাকার বাবু (২২) নামের এক বখাটে বিভিন্ন ভাবে ইভটিজিং করে আসছে। এ ঘটনায় বাবুর আত্মীয়স্বজনের কাছে মুক্তির অভিভাবকরা বিচার চেয়ে আসছিল দীর্ঘদিন ধরে। বখাটে বাবুর অভিভাবকরা এ ব্যাপারে মেয়ের অভিভাবকের অভিযোগটি আমলে না নিয়ে বাবুকে মুক্তির পিছনে লেলিয়ে দেয়। এ ব্যাপারে স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ গতকাল বাবুকে কলেজ গেইট এলাকা থেকে আটক করে।
তবে আটক করার পর ছাত্রলীগ নামধারী শাহীনের নেতৃত্বে বিল্লাল, রবিনখানসহ ৮-১০ জনের ছাত্রলীগের একটি দল বাবুকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায় এবং পুলিশ অফিসারকে আটককৃত বাবুকে ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন ভাবে তদবির চালায়।
একপর্যায়ে পুলিশ নামধারী ছাত্রলীগ পরিচয়দানকারীদের উদ্দেশ্য করে বলেন ছাত্রলীগ খারাপ, তারা ধর্ষণকারী।
পুলিশ ছাত্রলীগ ধর্ষণ করে এ কথা বলা মাত্র ছাত্রলীগের শাহীন ও বিল্লাল পুলিশকে উদ্দেশ্য করে বলে ছাত্রলীগ করলে ধর্ষণ করতে হয়, জানেন না ছাত্রলীগ সব জায়গায় ধর্ষণ করে, আমরা বাকি থেকে লাভ কি। তাই আমরা ধর্ষণ করবো।
প্রিয় পাঠক এই লিখাটা সংগৃহীত এবং একটা সত্য ঘটনা তাই সোনার ছেলে ছাত্রলীগকে কেন ধন্যবাদ জানাবেন না , বাংলাদেশে একমাত্র তারাই তো ধর্ষনের সেঞ্চুরী পালন করে দেখিয়ে দিয়েছেন আমরাই পারি,আমরা হতে পারি পরিমল ,পারি চাপাতি চালাতে,ডাকাতি চাঁদাবাজীতে পারদর্শী হতে,পারি খুঁন-গুম-গুন্ডামিতে পারদর্শী হতে, আমরাই তো সোনার ছেলে ছাত্রলীগ মুজিবের আদর্শে জীবন ধারণ করি বুক ভরা আশায় এ ভাবেই বেঁচে থাকি।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইভটিজিং এবং ধর্ষণ যেন এদের প্রকৃত কাজ।
এরা যেন ভদ্র ছাত্র কারো হাতে কিছুই নাই এবং তাদের গুরুজনরা দেখেন না এগুলো।
মন্তব্য করতে লগইন করুন