৮৬’র বেঈমানের সাথে ২০১৩’র বেঈমান একাত্ম ?
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৭ ডিসেম্বর, ২০১৩, ০১:০৫:৩৮ দুপুর
৮৬’র বেঈমানের সাথে ২০১৩’র বেঈমান একাত্ম হওয়ায় কাজী জাফর দলত্যাগ করেছেন।
রেডিও তেহরানের কথা-বার্তা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারি সম্পাদক আবদুল আউয়াল ঠাকুর।
তিনি বলেছেন, দুই মিথ্যুক যখন একাত্ম হয়; তখন তা বেঈমানের জোটে পরিণত হয়। বাংলাদেশে বেঈমান ও দেশপ্রেমিক; দুটো ধারার স্পষ্ট বিভাজন সৃষ্টি হয়েছে। কাজী জাফর আহমদ বেঈমানের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে দেশপ্রেমিক ধারার সঙ্গে যুক্ত হয়েছেন।
বিশিষ্ট এ সাংবাদিক বলেন, এরশাদ তার রাজনীতিতে ভারতীয় দূতাবাসের নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
তাছাড়া, সচিবালয়ে আমলাদের পদোন্নতির ফলে নেতিবাচক পরিস্থিতি নতুন কিছু নয় বলে মনে করেন এ সাংবাদিক। তিনি বলেন, ওএসডি কর্মকর্তাদের ক্ষোভ ও শোডাউন সারাদেশের আন্দোলনের সাথে নতুন মাত্র যোগ করেছে।
তিনি আরো বলেন, হত্যার ঘটনা বর্তমান সরকারের আমলে নতুন কিছু নয়;তবে টার্গেট কিলিং এর ফলাফল ভয়াবহ আকার ধারণ করবে।
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন