হাসানুল হক ইনুর বায়োডাটা ও ‌”স্বৈরাচার” শেখ মুজিব

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩০:৪৭ রাত



আওয়ামীলীগ সরকারের তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু তার বায়োডাটায় শেখ মুজিবকে “স্বৈরাচার” হিসেবে বর্ণনা করেছেন। বায়োডাটাটি পাওয়া যায় দুটি ভাষায়: বাংলা এবং ইংরেজিতে, এবং পাওয়া যায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। [ইংরেজিতে পড়ুন: http://www.moi.gov.bd/minister.php ; বাংলায় পড়ুন: http://www.moi.gov.bd/Life_Sketch_Bangla.pdf ] বাংলায় প্রদত্ত বায়োডাটাটি ইংরেজি বায়োডাটার মত তত বিস্তৃত নয়। সম্ভবত: ইংরেজি বায়োডাটাটি তৈরি করা হয়েছিল বিদেশীদের জন্য, আর বাংলাটি বাংলাদেশীদের জন্য।

কিন্তু দুটি বায়োডাটার মধ্যে বক্তব্যগত ব্যাপক ব্যবধান রয়েছে। যেমন: ইংরেজি বায়োডাটায় ইনু শেখ মুজিবের শাসনকালে তার রাজনৈতিক তৎপরতার একটি তথ্য সমৃদ্ধ বর্ণনা দিয়েছেন, যা বাংলা বায়োডাটায় সম্পূর্ণ অনুপস্থিত।

Sheikh Mujib 4

নিচের স্ক্রিনশটটি থেকে বোঝা যায় হাসানুল হক ইনু শেখ মুজিবকে বর্ণনা করেছেন একজন “স্বৈরাচার” হিসে্বে। সমাজতান্ত্রিক বিপ্লবের প্রতি ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত শেখ মুজিব স্বৈরাচারী মনোভাব পোষণ করেছিলেন বলে ইনু জানান, যার কারণে ইনুর দল জাসদ সেসময় কৃষক, কৃষিকর্মী, মজুর ও সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে “গণ-আন্দোলনে” উদ্বুদ্ধ করেছিল। শেখ মুজিবের আওয়ামী লীগের সরকার সেসময় সব বিরোধী রাজনীতি নিষিদ্ধ ও জনগণের অধিকার হরণ করেছিল বলেও ইনু স্পষ্টভাবে উল্লেখ করেন। ১৯৭৪-৭৫ সালের দিকে শেখ মুজিবের বাহিনী জাসদ নেতা-কর্মীদের অমানবিকভাবে হত্যা করার নেশায় মেতে উঠলে ইনু ও তার দল গণবাহিনী নামে একটি প্রতিরোধ বাহিনী গঠন করে।

Hasanul Haq Inu Bio-data

এবারে বাংলা বায়োডাটার স্ক্রিনশটটির দিকে তাকান। নিশ্চয়ই লক্ষ্য করছেন এটিতে ১৯৭২ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজনীতিতে তার কি ভূমিকা ছিল সে সম্পর্কে কোন কথা লেখা নেই। শেখ মুজিবের স্বৈরাচারিতার বিষয়টি একেবারে গুম করে দেয়া হয়েছে। গণবাহিনীর কোন অস্তিত্ব স্বীকার করা হয়নি। শেখ মুজিব যে বিরোধী রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, তার সম্পর্কেও কিছুই বলা হয়নি।

Inu's bio-data in Bangla

কেন ইনু এমনটি করলেন? যে সত্য বিদেশীদের জানা দরকার, সে সত্য কি বাংলাদেশীদের জানার দরকার নেই?

কোনটি তাহলে সত্য – শেখ মুজিব স্বৈরাচার ছিলেন নাকি ছিলেন না, ইতিহাসে গণবাহিনী নামে কোন কিছুর অস্তিত্ব ছিল নাকি ছিল না?

ইনু কি বলতে চান ১৯৭৪ সালে শেখ মুজিবের বিরোধিতা করে তিনি ভুল করেছিলেন?

জাসদের নেতা-কর্মীদের ওপর রক্ষীবাহিনীকে লেলিয়ে দিয়ে শেখ মুজিব কোন ভুল করেননি – ইনু কি তাই বলতে চান?

ইনু কি ভেবেছিলেন আওয়ামী লীগের সামনে সত্যভাবে তার অতীতটি তুলে ধরলে তাকে আর মন্ত্রী করবেন না শেখ হাসিনা? নাকি ইংরেজি বায়োডাটায় তিনি নিজের সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন, অর্থাৎ তিনি যা করেননি তা করেছেন বলে দাবি করেছেন?

আমরা জানি আওয়ামী লীগ দলটির মধ্যে ইতিহাসের চর্চা মোটেও হয় না, বা তারা ইতিহাসকে বোঝে বা পরিবেশন করে প্রচন্ড কাটাকাটির মাধ্যমে, যাতে দলটির অজনপ্রিয়তা, জনবিরোধিতা, অক্ষমতা, ক্ষোভ ও সহিংসতার অধ্যায়গুলো মানুষের স্মৃতি থেকে সহজে হারিয়ে যায়। কিন্তু তারা যে হাসানুল হক ইনুর তৈরি করা একটি সাধারণ বায়োডাটা পাঠ করে এর আরো সাধারণ ইংরেজিটুকুর অর্থ উদ্ধার করার মত সামর্থ্য রাখে না, তা আমাদের জানা ছিল না।

ইনুর মত বাংলাদেশের বিভিন্ন নেতা, রাজনৈতিক কর্মী ও বুদ্ধিজীবী ঠিক এভাবেই শেখ মুজিবের শাসনের কালো অধ্যায়টি বাংলাদেশী মানুষের রাজনীতির ইতিহাস থেকে কৌশলে মুছে দিয়েছে। ইতিহাস বিকৃত করে তারা বাংলাদেশী জনগণের ওপর চাপিয়ে দিয়েছে এক ভিন্ন শেখ মুজিব। যিনি সব বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তাকেই আজ রাখা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের পুরোভাগে। এভাবে একটি দেশে গণতন্ত্র সফলতার দিকে এগিয়ে যেতে পারে না।

এই বায়োডাটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাইলে আপনি সরাসরি হাসানুল হক ইনুর সাথে কথা বলতে পারেন। তার অফিসের ফোন নম্বর হচ্ছে: ৯৫৪০০২২ ও ৯৫৭৩৪০০. ইমেইল করতে চাইলে লিখুন এই ঠিকানায়: তার পিএস মোহাম্মদ শহিদুল হক ভুঁইয়ার টেলিফোন নম্বর হচ্ছে: ৯৫৪০০১৩ এবং ইমেইল: ps.

- See more at: http://neamatimam.com/inus-biodata/#sthash.hqUPtMyH.dpuf

বিষয়: বিবিধ

৪৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File