আর কত রক্ত চাই রক্ত পিপাসুদের ?

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৪ জুন, ২০১৩, ০৮:১০:২৫ রাত

আজ সোমবার চট্টগ্রামে টেন্ডারবাজিকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের জংগী সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিশুসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল আলম লিমন এবং যুবলীগ ক্যাডার দেলু ওরফে ঘাড়ভাঙ্গা দেইল্লা সহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুপুরে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড স্কুল, সিআরবি, নন্দনকানন, ডিসি হিল এলাকায় ব্যাপক তল্লাশি করে। এসময় এসব এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসী জংগী উভয় গ্রুপের ৪০ জনকে আটক করা হয়। নগরীর পলোগ্রাউন্ড রেলওয়ে স্কুল থেকে ঘটনার মূল হোতা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিমনসহ ২২ জনকে এবং নন্দনকানন ও ডিসি হিল এলাকা থেকে যুবলীগের সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবর গ্রুপের কমপক্ষে ১৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন টেন্ডার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রীদের মধ্যে দু’টি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। রেলওয়ের সব ধরনের টেন্ডারই নিয়ন্ত্রণ করতে থাকে এ দু’টি গ্রুপের লোকজন, যাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই সন্ত্রাসী,চাঁদাবাজী,নারীনির্যাতনের অভিযোগ আছে।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File