চার সিটি করর্পোরেশন নির্বাচনে পরাজয় জেনে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১৫ জুন, ২০১৩, ০৪:৪১:৫৮ বিকাল
আওয়ামীলীগের সন্ত্রাসী গুন্ডাবাহিনীর ব্যাপক সহিংসতার মধ্যে চলছে চার সিটি কর্পোরেশন নির্বাচন, গা-ছাড়া ভাব দেখাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন তদারকির জন্য চার কমিশনারকে দায়িত্ব দেওয়া হলেও তারা ঠিকভাববে দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ উঠেছে।
সরকার ও ইসি একইভাবে, একই ভাবনায় কাজ করছে। ১৮ দলের প্রার্থীরা জালভোট বন্ধ ও ভোটারদের উপর আক্রমন বন্ধের জন্য নির্বাচন কমিশনের লোকদের কাছে বারবার অনুরোধ করলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না “বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মাত্রা বেড়ে গেছে। বরিশালে দুপুরের পর সরকার সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের লোকজন ১৮ দল সমর্থিত প্রার্থীর গাড়ি বহরে হামলা করেছে। কেন যেন মনে হয়, বরিশাল তারা দখলে নিবেই।”বরিশালের আলেকান্দা, নুরিয়া ও গাউসিল আজমসহ অনেক কেন্দ্রে সরকার দলীয় লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।”
আমরা শুনতে পেরেছি ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে বরিশালে এমন চারটির জায়গার ভোট কেন্দ্রে ঘোষণা না করে কমিশন কার্যালয়ে ঘোষণা করা হবে।কিন্তু নিয়ম হচ্ছে কেন্দ্রে বসে ভোট ঘোষণা করা। সিলেটে হাউজিং এস্টেট স্কুল ভোট কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান আশরাফ সকাল থেকে বসে আছেন এবং সরকার দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন। অন্যদিকে সিলেটে কামরানের স্ত্রীর নেতৃত্বে পাইলট স্কুল কেন্দ্রে কামরানের পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে ।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন