কি তা খইমু,ভোট কারে দিমু, বোতল কামরানরে না আরিফরে দিমু ?
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০২ জুন, ২০১৩, ০১:৩৬:১৩ দুপুর
'ছদ্দবেশী কামরান''
কুমিল্লাতে বাড়ী আমার
সিলেটেতে বাস।
১৮ বছর মেয়র থাকিয়া,
সিলেটরে করছি সর্বনাশ
টুপি,পাঞ্জাবী পরিয়া,
মানুষরে দিছি ধোকা।
সিলেটবাসী ভোট
দিয়া,
অইছে কিন্তু বোকা।
মদ, জোয়া গাঞ্জা আমার
নিত্য দিনের সঙ্গী।
দিনের বেলা লোকের
সাথে
করি আমি ভঙ্গি।
ভেল্কিবাজী করি আমি
সিলেটী ফুয়া না।
সিলেটের উন্নয়ন
হউক
আমি চাই না।
মেয়র ছিলাম সিলেটে
চুনকাম করি না,
আমি জানি জনগন
এবার
ভোট দেবে না।
সিলেটের উন্নয়নের
রুপকার সাইফুর রহমান,
যা কিছু কাজ হইছে
তা বিএনপির আবদান।
মার্কা আমার আনারস
ফরমালিনে ভরা,
লোক কিন্তু ভয় পায়
বিষ খেয়ে মরা।
সিলেটের মানুষ এখন
অনেক সচেতন,
ভোট দেবে এবার তারা
আরিফের টেলিভিশন।
সংগৃহীতঃ-মইনুল ইসলাম
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন