ব্যথা পেয়েছিস বাবা

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ৩১ মে, ২০১৩, ১২:৪০:৫৫ দুপুর



এক ছেলে মায়ের কাছে তার ছেলে দৌড়ে এলো। হাঁপাচ্ছে সে। মা ছেলের দিকে তাকালেন- কিছু বলবি বাবা ? ছেলে দম নিয়ে বলল- হ্যাঁ... মা...হ্যাঁ...

বল। তোর কী কিছু দরকার ?

ছেলে বলল- হ্যাঁ তোমার হৃৎপিণ্ড চাই...

মা ছেলের কথা শুনে ভয়ে আঁতকে উঠলেন। তবে ছেলেকে বুঝতে না দিয়ে বললেন- আমার হৃৎপিণ্ড ? কেন ? বিপথগামী ছেলে নির্লজ্জের মতো বলল- তোমার বউমা মানে আমার স্ত্রীর ধারণা আমি তারচেয়ে তোমাকে বেশি ভালোবাসি। সেজন্য তোমার হৃৎপিণ্ড চেয়েছে। তোমার হৃৎপিণ্ড নিয়ে যেতে পারলে সে বুঝতে পারবে আমি তোমার চেয়ে তাকেই বেশি ভালোবাসি...

মা মৃদু হেসে ছেলের মুখের দিকে তাকালেন। তার নিজের হৃৎপিণ্ড ছেলের হাতে তুলে দিলেন। বিপথগামী ছেলে মায়ের হৃৎপিণ্ড হাতে নিয়ে তার বউয়ের কাছে যাবার জন্য দৌড় দিল। পথে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে।

সাথে সাথে মায়ের হৃৎপিণ্ড উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল- ব্যথা পেয়েছিস বাবা !

এই হলো মা। জননী। মা দিবস তো চলে গেল। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের আদৌ কী প্রয়োজন ? মায়ের জন্য বছরের ৩৬৫টি দিনই আনন্দের হোক। এই কামনা করি।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File