বিধবা

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২০ মে, ২০১৩, ১২:১৪:৩৩ দুপুর





স্বামী মারা গেছে যার

তারই নাম বিধবা

দুনিয়াতে তার আর

আপন রইল কেবা?

বিধবা নারী বুক ভাসায়

চোখের জলে

শ্বশুর বাড়ীর লোকেরা তাকে

উপহাস করে চলে।

বলে—স্বমীকে তো খেয়েছো

এই বয়সে

টগবগে যৌবন—দুঃখ কিসের

নতুন নাগর জুটে যাবে- অনায়াসে।

স্বামী তাকে বড় ভাল বাসত বলে

মেয়েটি এসব কভু ভাবেও না ভুলে।

স্বামীর শত স্মৃতি সে

রাত জেগে ভাবে

সিদ্ধান্ত তার

স্বামীর স্মৃতি নিয়েই জীবন কাটাবে।

বাবার বাড়ি যায় না সে ভয়ে

তারা যদি জোড় করে

দিয়ে দেয় বিয়ে!

স্বামীর বাড়ীতে পড়ে আছে

বিধবা নারী

শ্বাশুড়ী তাকে পরিচয় দেয়

কাজের মাথারি।

সারা বাড়ির সব কাজ

করছে নিজ হাতে

কথায় কথায় ধমক আর

গালি আছে সাথে।

পরিবারের সবার সবই জোটে

বিধবার জন্য কারো টাকা নেই মোটে।

পরনে ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ

সেদিকে কারো যেন নেই কোন হুশ।

খাবার খাবে সে সবার শেষে

বুয়ার ঘরে পরে থাকে

ভিখারীর বেশে।

রাত হলে ভয় পায়

কেউ নেই সাথে

ভাবে সে-একা থাকার সিদ্ধান্ত

ভুল আছে কি তাতে?

এই দুর্বিষহ জীবনের যন্ত্রণা

আর যে সওয়া যায়না।

ঈদ এলে বিধবাকে

করা হয় মূল্যবান,

যাকাতের নতুন কাপড়ে

দেয়া হয় সম্মান।

বিধবার মুখ দেখে

বাইরে যায়না কেউ

কারো নতুন বাচ্চার মুখ

সে দেখেনা কভু।

কারণ সে অপয়া, অলক্ষী তাই

সবাই তাকে এড়িয়ে চলে

নির্মম অবহেলায়।

স্বামীকে খেয়েছে সে

এই তার অপরাধ,

বিধবার বাঁচার আর জাগেনা স্বাদ।

গ্রামের মাতবর একদিন মাতাল হয়ে

ঢুকে পড়ে রাতের বেলায়

বিধবার ঘরে।

বিধবা বটি নিয়ে আসল তেড়ে

মাতবর কলঙ্ক রটাল বিধবাকে ঘিরে।

চরিত্র হীনা উপাধি

সহ্য হলনা তার

নদী জলে ডুবে মরে

মেনে নিল হার।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File