নির্বিচারে পরিকল্পিতভাবে শত শত নিরস্ত্র হেফাজত নেতাকর্মীকে হত্যা
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৮ মে, ২০১৩, ০৯:১৯:০৫ সকাল
মতিঝিলের শাপলা চত্বরে ৬ মে মধ্যরাতে ‘শত শত’ নিরস্ত্র হেফাজতে ইসলামের কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে জানিয়ে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রির পর গত ৪২ বছরে ঢাকায় এমন হত্যাকান্ডের ঘটনা আর ঘটেনি।
গতকাল অধিকারের এক বিবৃতিতে বলা হয় গুলি, রাবারে ঢাকা স্টীলের বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের হামলা চালিয়ে নির্বিচারে নিরস্ত্র হেফাজত কর্মী ও নেতাদের হত্যা করা হয়েছে। এ সময় তাদের অনেকেই দিনব্যাপী কর্মসূচির শেষে ঘুমাচ্ছিলেন।
হামলায় পুলিশ, র্যাব ও বিজিবির ১০ হাজার সদস্যের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররাও অংশ নেয়।
বিবৃতিতে বলা হয়, হামলার আগেই মিডিয়াকর্মীদের সরিয়ে নেয়া হয়। এরপর পরিপূর্ন অন্ধকারের মধ্যে নিরস্ত্র জনতার ওপর হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, এটা অবধারিত যে অভিযানের বর্বরতা এবং হতাহতের সংখ্যা লুকানোর জন্যই একাজ করা হয়েছে। জানা গেছে যে শত শত লোককে হত্যা করা হয়েছে। হেফাজত দাবি করেছে যে ২ হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অধিকার নিহতের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে বস্তুনিষ্ঠ প্রমাণাদি পাওয়া খুবই কঠিন। তবে তা সত্ত্বেও বেঁচে যাওয়া লোকদের কাছ থেকে এখন পর্যন্ত অভিযানের ধরণ সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে নিহতের সংখ্যা খুবই বেশি হতে পারে।
ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন একজন আহত ব্যক্তি রহমাতুল্লাহ অধিকারকে জানিয়েছেন, হামলার পরে তিনি রাস্তায় অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
অভিযোগ পাওয়া গেছে যে, আইন শৃঙ্খলা বাহিনী ট্রাক ও কাভার্ড ভ্যানে করে লাশ সরিয়ে নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়াত্ব বিটিভি এবং আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেল ও সংবাদপত্র এ ব্যাপারে নীরব রয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর অভিযানের খবর প্রচারের কারণে সেদিন মধ্যরাতে সরকার দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
অধিকার বলছে, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানীদের গণহত্যার পর গত ৪২ বছরে ঢাকাবাসী এভাবে নির্বিচারে গণহত্যার ঘটনা আর দেখেনি।
শত শত হেফাজতকর্মীকে হত্যা ও গণমাধ্যম বন্ধ করে দেয়ায় অধিকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন