বর্বরোচিত মানবতাবিরোধী গণহত্যা
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৭ মে, ২০১৩, ০৮:৪৪:১০ সকাল
হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন তাদের দাবি ছিল না। তারা বার বার বলে আসছে, কোনো দলকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য তাদের আন্দোলন নয়। তাদের আন্দোলন আল্লাহ, নবী, রাসূল (সা.) ও ইসলামকে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে। তারা ১৩ দফা যৌক্তিক দাবি সরকারের নিকট পেশ করেছিল। এ সরকার তাদের দাবি প্রত্যাখ্যান করে তাদের শান্তিপূর্ণ সমাবেশে গভীর রাতে যে হামলা চালিয়েছে তা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। নবী প্রেমিক ধর্মপ্রাণ মানুষদের ওপর হামলা করে সরকার এদেশের মানুষের কলিজায় আঘাত করেছে। গভীর রাতে হাজার হাজার রাউন্ড গুলী, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। আহত করেছে কয়েক হাজার। সরকার শত শত মানুষের লাশ গুম করেছে। সরকারের এই নৃশংসতা যাতে জনগণের সামনে প্রকাশ হয়ে না পড়ে এজন্য সোমবার ভোরে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে। ৫ মে বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পুলিশ ও র্যাবের ছত্রছায়ায় দিনব্যাপী সন্ত্রাস ও যে সব অগ্নিসংযোগ ঘটিয়েছে,গত রোববার সারা দিন ও রাতে যে সন্ত্রাসী তা-ব চলেছে সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, র্যাব, বিজিবি ও ১৪ দলের সশস্ত্র সন্ত্রাসীরাই দায়ী। আওয়ামী লীগ অফিসে, সিপিবি অফিসে এবং বিভিন্ন দোকান পাট, ইসলামী পুস্তকের দোকানে, স্থাপনায় পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে।সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এক দলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। গণহত্যার পাশাপাশি মানুষের বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে একে একে কেড়ে নিচ্ছে। এ সরকারের আমলে এ পর্যন্ত ৪টি টিভি চ্যানেল বন্ধ করে দেয়া হলো। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে আমার দেশ পত্রিকা বন্ধ ও প্রেস সিলগালা করে দিয়েছে সরকার। মনুষের কথা বলা বন্ধ করে ক্ষমতা পাকাপোক্ত করার যে চক্রান্তে সরকার মেতে উঠেছে জনগণ তা নস্যাৎ করে দেবে।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন