ট্র্যাজেডি নিয়ে রাজনীতি
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৫ মে, ২০১৩, ০১:১১:১৭ রাত

প্রধানমন্ত্রী হাসিনা দ্বিতীয়বার জাতিকে বিভ্রান্ত করেছেন সংসদে দেয়া ভাষণে। সেখানে তিনি বলেছেন, রানা প্লাজার মালিক সোহেল রানা যুবলীগের (অতএব আওয়ামী লীগেরও) কেউ নন। কিন্তু তার পরপরই ঝাঁকা ঝাঁকা প্রমাণ হাজির হয়। দেখা যায়, সোহেল রানা প্রকৃতই যুবলীগের নেতা এবং ওই এলাকা থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মুরাদ জংয়ের বিশেষ বন্ধু। দেখা যাচ্ছে, সরকার ও আওয়ামী লীগ এবং কিছু পরিমাণে সংশ্লিষ্ট গার্মেন্টমালিকদের গা বাঁচানোর চেষ্টাতেই প্রধানমন্ত্রী এমন উক্তি করেছেন।
গার্মেন্ট প্রস্তুতকারক সমিতির সাথে বর্তমান সরকারের সম্পর্ক গভীর। হাতিরঝিলে সমিতির সুরম্য বহুতল ভবনটি অবৈধভাবে নির্মিত হলেও সরকার এতকাল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং জানা গেছে, এ ব্যাপারে সমিতির সাথে সরকারের একটা সমঝোতা হয়েছিল। সরকার হেফাজতে ইসলামের প্রভাব হ্রাসের আশায় ২৭ এপ্রিল মতিঝিলে নারী সমাবেশ ডেকেছিল এবং সমিতিকে বলেছিল, গার্মেন্ট কারখানাগুলোর হাজার হাজার নারী শ্রমিককে সে সমাবেশে হাজির করতে। ‘পুরস্কার’ হিসেবে সরকার আশ্বাস দিয়েছিল, সমিতির অবৈধ হাতিরঝিল ভবনটি ভেঙে ফেলা হবে না। এ সমাবেশটি স্থগিত করা হয়েছে।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন