ইসলামী আন্দোলনের দরকার নেই
লিখেছেন লিখেছেন ঘারতেরা ১৮ নভেম্বর, ২০১৩, ০২:৩৯:৩৩ দুপুর
এদেশে ইসলামী আন্দোলন করে কোন লাভ হবে এটা আমি বিশ্বাস করিনা। কারন-যখন দেখি এক আলেম আরেক আলেমের এক ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে লেগে থাকে। এক মসজিদের খুতবার কথার সাথে আরেক মসজিদের ঈমাম সাহেবের কথা ঠিক বিপরীত। একজন বলে ইসলাম তলোয়ারের মাধ্যমে আসেনি এসেছে মানুষের কল্যাণে, ভালো ব্যবহারে আবার তিনিই বলেন আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই।তাদের কথা মিশরে ভোটে জয়লাভ করেও টিকে থাকা গেল না। অতএব ভোট দিয়ে ইসলাম পন্থীরা জয়ী হবে না। আমর প্রশ্ন যদি ভালো ব্যবহার আর কল্যানে ইসলাম আসে তাহলে যারা উপকৃত হবে তারা ভোটের মাধ্যমে সাপোর্ট করলে ইসলামী দল ক্ষমতায় আসবে না কেন? আর যদি মিশরের রাজনীতি আমাদের দেশের রাজনীতির সাথে মিলাই তাহলে দেখবো আমাদের পাশের দেশ ভারত তারা কখনই চাইবে না এদেশে ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। তারা ক্ষমতাশীল সরকারকে দিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি সাজিয়ে হাতে জিহাদি বই দিয়ে কঠোর হস্তে দমন করবে। আপনি যেহেতু আন্দোলনে বিশ্বাসী নয় তাহলে অবশ্যই শুধু মার গুলি হজম করতে হবে। এতে যারা মারা যাবে শুধু তাদের পরিবারই ক্ষতির সম্মুখিন হবে ইসলামী আন্দোলনের কোন লাভ হবে না।
আর আমি যে জন্য লিখলাম ইসলামী আন্দোলনের দরকার নাই সেটা হলো; যেহেতু আলেমদের মাঝে কোন ঐক্য নেই তারা নিজেরা চায় পদ পদবী ও অর্থ ।তাদের মাঝে এতই অহংকার যে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না তাই এর জন্য সাধারণ মানুষের মনে হয় আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন