প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের তওবা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ নভেম্বর, ২০১৩, ০২:৪১:০৭ দুপুর



২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (বাচ্চু ) পত্রিকার রম্য মেগাজিন আলপিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মহম্মদ (স.) কে নিয়ে একটি বেঙ্গ কার্টুন প্রকাশ করে। সেই কারণে বাংলাদেশের মুসলিম এবং অন্য ধর্মের লোকেরা তীব্র প্রতিবাদ শুরু করেন। দেশ এক ভয়াবহ অবস্থার দিকে যেতে থাকে। তখন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (বাচ্চু ) প্রাণ রক্ষার্থে জাতির সামনে তওবা পড়ে , ক্ষমা চান।



মইনুল হোসেন - হুজুর বিষয়টা সুরাহা করেন আল্লার ওয়াস্তে

মাওলানা ওবায়দুল হক - সুরাহা কি ভাবে হবে ? উনি যা করেছেন তা তো ক্ষমার অযোগ্য। উনার (মতিউর রহমান ) উনার বুজা উচিত ছিল , এ দেশের সংখ্যা গরিষ্ট মুসলমান।

মতিউর রহমান - হুজুর আমি

মাওলানা ওবায়দুল হক - আপনি চুপ ( মতিউর রহমানকে ধমক দিয়ে )

মইনুল হোসেন - আপনি একজন বড় আলেম। দেশে যাতে এই ইস্যুতে বিসৃখ্খলা সৃষ্টি না হয় , সে জন্য আপনার কাছে এসেছি। আপনি সুরাহা করুন মেহেরবানী করে।

মাওলানা ওবায়দুল হক - উনাকে তওবা পড়তে হবে এ কবিরা গোনাহের জন্য।

মতিউর রহমান - আমি এটার জন্য অনুতপ্ত।

মাওলানা ওবায়দুল হক- অনুতপ্ত বললে হবে না। তওবা পড়তে হবে।

মতিউর রহমান - জ্বি হুজুর। ( তখন মইনুল হোসেন ইশারা করেন মতিউর রহমানকে, মাওলানা ওবায়দুল হকের হাত ধরতে )

মাওলানা ওবায়দুল হক- আপনি এই দৃষ্টতা দেখাতে কি ভাবে সাহস পেলেন ?

মতিউর রহমান - এটা আমার অজ্ঞাতে .......।

মাওলানা ওবায়দুল হক- আপনি সম্পাদক , অজ্ঞাতে বললেই হলো না।

মইনুল হোসেন - হুজুর একটা মিমাংসা করুন।

মাওলানা ওবায়দুল হক- উনাকে ( মতিউর রহমানকে ) খাস দিলে তওবা পড়তে হবে।

মইনুল হোসেন - যদি মিমাংসা হয় ,তবে তাই হোক।

মাওলানা ওবায়দুল হক- আল্লাহকে সাক্ষী রেখে পড়ুন আস্তাগফি রুল্লাহহি রাব্বি মিন কুল্লে জাম্বিউ ওয়াতাওহি আলাইহি .................

বিষয়: বিবিধ

২০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File