ডিজিটাল বাংলাদেশ প্রায় করেই ফেলেছি-প্রধানমন্ত্রী
লিখেছেন লিখেছেন ঘারতেরা ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৭:৪৫ দুপুর
গতকাল বাংলা নিউজে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বলেছেন "ডিজিটাল বাংলাদেশ প্রায় করেই ফেলেছি" শিরোনাম এর খবরটি। এদানিং তার নেতাকর্মীরা ডিজিটাল কি জিনিস তা জাতীকে খুব ভালভাবে বুঝিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন প্রতিদিনের খবর পড়লে বা দেখলে সেটা ভালো ভাবেই উপলব্ধি করা যায়। নিজ দলীয় কর্মী হত্যা, পতিতার ব্যবসা, টেন্ডার, ছিনতাই, অন্যের জায়গা জমি দখল, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কারবার প্রায় প্রতিটি কর্মকান্ডেই তাদের সোনার ছেলেদের অবদান আছে।
অবশ্য আজ পল্টন মোড়ে যেটা দেখলাম তাতে কার হাত সেটা বুঝা গেল না তবে এটা যে ডিজিটাল ছোয়া সেটা বুঝা যায় ভালো ভাবেই। আমার পরিচিত একজন যাচ্ছিলেন ব্যাংকে টাকা রাখতে হটাত পাঁচ ছয়জন ঝাপটে ধরে কাছের চল্লিশ হাজার ও মোবাইলটা নিয়ে নিল সবার সামনেই কেউ কোন প্রতিবাদ করলো না সত্যিই এটা ডিজিটাল নয় কি?
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন