নষ্টা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ নভেম্বর, ২০১৩, ০২:৩৮:৩৪ দুপুর
রাস্তা ঘাটে আইতে যাইতে
কত নষ্টা দেখা যায়।
এরশাদ কাকুর মত নষ্টা নাহি পাওয়া যায়।
কাকুর মাথায় আছে চুল ,
দাত ও আছে পাক্কা ,
বাকি সব এখনও আছে চাঙ্গা।
তাই হাসু বানু করেনি ভুল।
দিয়েছে কাকুর গলায় ফুল।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন