এসো হেফাজত কাফেলায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ হাসান ১৮ মে, ২০১৩, ০৮:৫১:২২ রাত

শাপলা চত্বর শহীদেরা

হাতচানি দিয়ে ডাকছে তোমায়,

হে আমার ভাই এসো

হেফাজত ইসলামের পতাকায়।

রাস্তায় নেমেছে বামেরা আজ

হাতে নিয়ে মিশন,

দেশ থেকে ইসলাম

করিতে চাই তারা নিধন।

বাংলার মুসলমানরা নির্যাতিত

আজ করিতেছে হাহাকার,

ওমর খালিদের উত্তর্সূরীরা

গর্জে উঠ আবার।

গৌর গবিন্দের পেত্মারা

বিচরন করিতেছে বাংলায়,

শাহজালালের সৈনিকেরা

এসো, তোমরা কোথায়।

আহমদ শফী ডাক দিয়েছে

চল শহীদি তামান্নাই,

মৃত্যু ফুরিতে যাব বন্ধু

এসো হেফাজত কাফেলায়।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File